দিনাজপুরে আনসার ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

দিনাজপুরে আনসার ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

BMTV Desk No Comments

আঃ খালেক পিভিএম,পাবনা  “শান্তি,শৃঙ্খলা,উন্নয়ন,নিরাপত্তায় সর্বত্র আমরা।বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী”র এ প্রতিপাদ্যে মঙ্গলবার ৬ ডিসেম্বর পার্বতীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আনসার ভিডিপি কর্তৃক আয়োজিত পার্বতীপুর উপজেলা আনসার ও ভিডিপির বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়।সারা উপজেলার ৮ হাজার আনসার ভিডিপি সদস্যদের মধ্যে দু’শ পুরুষ ও মহিলা সদস্যরা এ সমাবেশটিতে প্রতিনিধিত্ব করেন। সমাবেশে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল।সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সংগঠন,সদস্য ও কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন আনসার ও ভিডিপির দিনাজপুর জেলা কমান্ড্যান্ট মোঃ হাছান আলী।সমাবেশে প্রধান আলোচক ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসনাত ও মহিলা ভাইস চেয়ারম্যান রুকসানা বারী রুকু প্রমূখ।সমাবেশে পার্বতীপুর উপজেলার দশ ইউনিয়নের গ্রাম দলপতি,দলনেত্রী ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা অংশ নেয়।অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনা করেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ নাসিম হাসান।সমাবেশে বহুগন্যমান্য ব্যক্তিবর্গ,বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,উপজেলা পর্যায়ের কর্মকর্তাগন,রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে সদস্যদের মধ্যে ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।