You must need to login..!
Description
আঃ খালেক পিভিএম,পাবনা নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএস পরিচালিত বগুড়ার টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজের ২০২২ সালের এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ৬ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হয়।সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষায় এ বিদ্যালয় থেকে যে সকল শিক্ষার্থী অসাধারণ ফলাফল অর্জন করেছে তাদেরকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়।শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালকের প্রতিনিধি হিসাবে কৃতি শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট ও সনদ পত্র প্রদান করেন টিএমএসএস’র ডেপুটি এক্সিকিউটিভ ডাইরেক্টর-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের সাবেক অধ্যক্ষ এস.এম.জামসেদ আলী,কলেজ গভর্ণিং বডির সদস্যবৃন্দ, এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী,শিক্ষার্থী অভিভাবক, শিক্ষক,কর্মকর্তা,কর্মচারী,নানা শ্রেণী পেশার মানুষ,অন্য শিক্ষার্থীগন,রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। উল্লেখ্য ২০২২ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের ১১৩ জন সহ মোট ১২৩ জন শিক্ষার্থী জিপিএ ৫.০০ অর্জন করেছে।এ স্কুল এন্ড কলেজ থেকে এ বছর এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জন করায় শিক্ষার্থী ও অভিভাবকগন অনেক আনন্দিত।