You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্তসহ ৩৯ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভুঞার নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক, চুরি ছিনতাই, ডাকাতি প্রতিরোধ এবং আদালতের পরোয়ানাভুক্ত অপরাধীদের গ্রেফতারে বিট পুলিশিং ও টানা অভিযান চলছে। এরই অংশ হিসেব গত ২৪ ঘন্টায় চুরি, মাদক ব্যবসায়ীসহ ৩৯ জনকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) টিটু সরকার এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী থানার থানার ঘাট ও বয়ড়া পশ্চিমপাড়া এলাকা হতে নিয়মিত মামলায় আসামী আহম্মদ আলী ওরফে বিল্লাল (৪৫) পিতাঃ মৃতঃ ইসমত আলী মন্ডল, মোস্তফা কামাল তুহিন (২০) পিতাঃ মোহাম্মদ আলী, উভয় সাং-বয়ড়া পশ্চিমপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) ফারুক আহম্মেদ এর নেতৃত্বে একটি টীমঅভিযান চালিয়ে কোতোয়ালী থানার থানার বয়ড়া পশ্চিমপাড়া এলাকা হতে নিয়মিত মামলায় আসামী আহম্মদ আলী ওরফে বিল্লাল (৪৫) পিতাঃ মৃতঃ ইসমত আলী মন্ডল, সাং-বয়ড়া পশ্চিমপাড়া, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) ফারুক আহম্মেদ এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার থানার পাটগুদাম মদের ডিপুর সামনে সরকারী পাকা রাস্তার উপর হতে মাদক মামলায় মাদক ব্যবসায়ী আশরাফুল ইসলাম জয় (২২), পিতা-মোঃ হারুন অর রশিদ, সাং-কৃষ্টপুর দক্ষিনপাড়া, থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন্ এবং আসামীর নিকট হতে একটি লাল রংয়ের বাজারের ব্যাগের ভিতর রক্ষিত পলিথিনে মোড়ানো ২০০(দুইশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) আল মামুন এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী থানার থানার ফকিরাকান্দা গ্রামস্থ জনৈক মোঃ মিলন (৪৫) এর বসতবাড়ী হতে অনুমান ২০ গজ পশ্চিমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে ফকিরাকান্দাগামী পাকা রাস্তার উপর হতে মাদক মামলায় মাদক ব্যবসায়ী মোঃ এনামুল হাসান রনি(২৬), পিতা-মোঃ হিরা মিয়া, মাতা-মোছাঃ সালেমা খাতুন ,স্থায়ী: গ্রাম- ফকিরা কান্দি (ফকিরাকান্দা) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা –ময়মনসিংহকে গ্রেফতার করেন। আসামীর নিকট হতে ০৪(চার)গ্রাম হেরোইন, মূল্য অনুমান ২০,০০০/-টাকা এবং একটি কালো রংয়ের বাটন মোবাইল উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) টিটু সরকার এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার থানার দাপুনিয়া বাজারস্থ দাপুনিয়া ইউনিয়ন পরিষদ এর সামনে পাকা রাস্তার উপর হতে মাদক মামলায় মাদক ব্যবসায়ী ০১। মোঃ হৃদয় হাসান (২২), পিতা-মৃত আবুল কালাম, মাতা- সেলিনা বেগম, ০২। মোঃ তাওহিদ হাসান (২১), পিতা-মোঃ জুলহাস মিয়া, মাতা-আমিনা বেগম, উভয় সাং-আমতলী, হবিরবাড়ী ইউপি, উভয় থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন এবং আসামীদ্বয়ের নিকট হতে (১) Amarin Injection মোট ৪৫ (পয়তাল্লিশ) পিচ, যাহার মোট ওজন (৪৫২)=৯০ মিঃ লিঃ, যার আনুমানিক বাজার মূল্য (৪৫১৫০)=৬,৭৫০/-(ছয় হাজার সাতশত পঞ্চাশ) টাকা, যার প্রতিটির গায়েAmarin Injection 2ml Pheniramine maleate BP 45.5 mg/2ml লেখা সহ অন্যান্য লেখা বিদ্যমান এবং (২) SEDUXEN Injection মোট ৪৫ (পয়তাল্লিশ) পিচ, যাহার মোট ওজন (৪৫২)=৯০ মিঃ লিঃ, যার আনুমানিক বাজার মূল্য (৪৫১৫০)=৬,৭৫০/-(ছয় হাজার সাতশত পঞ্চাশ) টাকা, যার প্রতিটির গায়ে INJ. SEDUXEN IM/IV Diazepam BP 10 mg in 2ml লেখা, সর্বমোট ৯০(নব্বই)পিস নেশা জাতীয় ইনজেকশন
উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) কুমোদলাল দাস এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার র্যাব-১৪, সিপিএসসি, টিটিসি এর গাড়ি পার্কিং জোনের অনুমান ১০ গজ পশ্চিমে জিমনেশিয়াম খেলার মাঠ হইতে নিয়মিত মামলায় আসামী মাশরুল হক নাদিম (১৯), পিতা- নাজমুল হক, মাতা- মনোয়ারা বেগম, সাং- লাউতৈল, থানাঃ গফরগাঁও, বর্তমান ঠিকানা-বাউন্ডারী রোড (ডাঃ সাইদুর রহমান সাহেবের বাসার ভাড়াটিয়া), থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) নিরুপম নাগ এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ঢাকা বারী ধারা এলাকা হইতে গুলশান থানা পুলিশের সহায়তায় প্রতারনা ও আত্মসাৎ মামলায় আসামী রেজাউল করিম ওরফে শিমুল (৪৩), পিতামৃত-বাচ্চা মিয়া, মাতা-মোছাঃ রাবেয়া বেগম, সাং-হাট লক্ষীপুর, থানা-সদর, জেলা-গাইবান্ধা, এপি/সাং-বাসা নং-২৭২/৩, রোড নং-০১, ঢাকা ক্যান্টনমেন্ট, থানা-ভাষানটেক, জেলা-ডিএমপি ঢাকা, এম আজাদ(৫২), পিতামৃত-এম.এ রাজ্জাক, মাতামৃত- খাদিজা বেগম, সাং-কোনারাই, থানা-বিশ্বনাথ, জেলা-সিলেট, এপি/সাং-হাউস নং-৬২, রোড নং- ১২, সেক্টর-১৩, থানা-উত্তরা পশ্চিম, জেলা-ডিএমপি ঢাকা, মোঃ সুজন ভূইয়া (৪৮), পিতা- আনোয়ার হোসেন ভূইয়া, মাতা-সালেহা বেগম, সাং-সেলিমপুর, থানা-মুলাদী, জেলা-বরিশাল, শহিদুল ইসলাম ওরফে শহিদ চেয়ারম্যান (৫৪), পিতামৃত-আব্দুল মালেক, মাতামৃত-ফরিদা বেগম, সাং-উত্তর রমজানপুর, থানা-কালকিনী, জেলা-মাদারীপুর, এপি/সাং-২৮৭ পুরাতন কচুক্ষেত, থানা- ভাষানটেক, জেলা-ডিএমপি ঢাকা, মোঃ মনির হোসেন সরকার (৪৯), পিতামৃত-হাফেজ আব্দুর রউফ, সাং-সূচীপাড়া, থানা-শাহরাস্ত্রি, জেলা-চাঁদপুর, এপি/সাং-তালবাগ, থানা-সাভার, জেলা- ঢাকা’দেরকে গ্রেফতার করেন। এসআই(নিঃ) টিটু সরকার সংগীয় ফোর্স সহ চরপাড়া মোড় হতে অন্যান্য মামলার আসামী মোঃ রাজু মিয়া (৩০), পিতা-মোঃ আসলাম মিয়া, সাং-কৃষ্টপুর, দৌলতমুন্সী লেন, থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।
ইহা ছাড়াও এসআই(নিঃ)কামরুল হাসান, টিটু সরকার, ফারুক আহম্মেদ, আনোয়ার হোসেন, ০১নং ফাড়ি, সাইদুর রহমান, ০২নং ফাড়ি, এএসআই(নিঃ) মিজানুর রহমান, সোহেল রানা, হাফিজ, বিল্লাল, হুমায়ুন, রফিকুল, সাইফুল-২, থানা এলাকায় প্রত্যেকে পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া মোট ১৭টি জিআর,, এসআই(নিঃ)উত্তম কুমার দাস, এএসআই(নিঃ) মিজানুর রহমান, ছামিউল হক, সোহরাব, মোজাম্মেল, ছাত্তার, আবুল হাসান, থানা এলাকায় প্রত্যেকে পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া মোট ০৭টি সিআর এবং এসআই(নিঃ) থানা এলাকা হতে ০১টি সিআর সাজা বডি সহ সর্বমোট ১৭টি জিআর, ০৭টি সিআর এবং ০১টি সিআর সাজা গ্রেফতারী তামিল করা হয়।
জিআর গ্রেফতারী পরোয়ানায় ১৭জন। মোঃ আক্রাম, কাইয়ুম, মোঃ বাচ্চু মিয়া, মোঃ রিফাত, মোঃ আরাফাত, পঞ্চশ ঋষি(৩৫), শাহীন(২৭), এনামুল হক লিটন আকন্দ, মোঃ সোবহান, মোঃ নাহিদ,
সিআর গ্রেফতারী পরোয়ানায় ০৭জন।
মোঃ আশিকুল ইসলাম(২৭), মোঃ আল আমিন জামাল, মোঃ আঃ হক, মোঃ মেহেদী হাসান, আল উজ্জল আহাম্মেদ মোঃ আঃ হক, রফিকুল ইসলাম (৩৮), সিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় ০১জন। মোঃ এহসান উল্লাহ,
উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট/মামলা রয়েছে।গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।