বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন প্রিন্স

বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন প্রিন্স

BMTV Desk No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ  বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স দলটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন। বুধবার (৭ ডিসেম্বর ) রাতে এই তথ্য নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীরের নির্দেশক্রমে এমরান সালেহ প্রিন্স এ দায়িত্ব পালন করবেন। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মুক্ত না হওয়া পর্যন্ত এ দায়িত্বে থাকবেন তিনি।

উল্লেখ্য, বুধবার রাতে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে রুহুল কবির রিজভীসহ ৩ শতাধিক নেতাকর্মীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।