আঃ খালেক পিভিএম,পাবনা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সদর রাঙ্গামাটি পার্বত্য জেলা কর্তৃক আয়োজিত বার্ষিক উপজেলা সমাবেশ ২০২২ অনুষ্ঠিত হয়।উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সংগঠন,সদস্য ও কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাঙ্গামাটি পার্বত্য জেলার,জেলা কমান্ড্যান্ট মোঃ ফয়জুল বারী।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা রাঙ্গামাটি এর অফিসার ইনচার্জ মোঃ আরিফুল আমিন।সমাবেশে স্বাগত বক্তব্য দেন ও প্রতিবেদন পাঠ করেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা।সমাবেশ উপজেলার সকল ইউনিয়ন দলনেতা,দলনেত্রী উপস্থিত ছিলেন।এ ছাড়া সমাবেশে উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ,উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২ শত আনসার ভিডিপি সদস্য-সদস্যা উপস্থিত ছিলেন।উক্ত সমাবেশটি আড়ম্বরপূর্ণ ও সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠিত হয়।সমাবেশে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ বেশ কয়েক জন সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।