আঃ খালেক পিভিএম,পাবনা নারী জাগরণের পথিকৃৎ দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের প্রতিষ্ঠিতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডঃ হোসেনে আরা বেগম স্বপরিবারে পবিত্র ওমরাহ পালন করতে এসে সৌদির জেদ্দা,মক্কা,মদিনা, তায়েফ ও রিয়াদের বিভিন্ন স্থান ঘুরে বাংলাদেশী স্কীল ও আনস্কীল প্রবাসীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করে তাদের দুঃখ দুর্দশা,অভাব,অভিযোগ ও নানা সমস্যা,সমাধান ও সম্ভাবনার বিষয় নিয়ে রিয়াদে বাংলাদেশীয় রাষ্ট্রদূত জাভেদ পাটোয়ারীর সাথে বাংলাদেশীয়দের সমস্যাগুলি সমাধান কল্পে করণীয় বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন।এ্যাম্বেসেটর জাভেদ পাটোয়ারী,মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন ব্যক্তিত্ব।তিনি অধ্যাপিকা ড.হোসনে আরা বেগমের নিকট থেকে অত্যন্ত ধৈর্য্য সহকারে বিষয় গুলি শুনে আগ্রহ ও দরদের সাথে সমাধান করার ক্ষেত্রে টিএমএসএসের মতো প্রতিষ্ঠান কর্তৃক বাংলাদেশের অভ্যন্তরে কি করা উচিত সে বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।ওমরাহ পালন ও সৌদি আরবের বিভিন্ন স্থান ভ্রমণে বাংলাদেশী মোঃ রাকিব,মোয়াল্লেম মোঃ মেহেদী ও মোঃ তারাজুল ইসলাম মুখ্য ভূমিকা পালন করছেন। বাংলাদেশ থেকে বহিরগমনের সময় হতে সমস্ত ট্যুরকালীন সময়ে বাংলাদেশ বিমানের জিএম মোহাম্মদ আলী চঞ্চল,আব্দুল আজিজ,বিমানের সকল স্টাফ,সিভিল এভিয়েশনের কর্মচারীগনের সেবা স্বরণ থাকবে।পবিত্র ওমরাহ পালনে অধ্যাপিকা ড.হোসনে আরা বেগমের সাথে উপস্থিতি ছিলেন তাঁর পরিবারের সদস্য স্বামী,ছেলে,ছেলের বউ,নাতি,নাতনি ও ভাতিজি টিএমএসএসের হেম সেক্টরের উপদেষ্টা আয়শা বেগম প্রমুখ।