বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের উদ্যোগ ময়মনসিংহে সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

BMTV Desk No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের উদ্যোগ ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে ময়মনসিংহে সাংস্কৃতিক প্রতিযোগিতা সৈয়দ নজরুল ইসলাম কলেজে অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে সনদপত্র বিতরণ করেন ফোরামের সাংগঠনিক সম্পাদক ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সদস্য সচিব একে এম শামীম রেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহাদাত হোসেন খান হিলু। অনুষ্ঠান পরিচালনা অধ্যাপক মফিজুুুুর নুর খোকা ও সাইফুল ইসলাম দুদু। ভার্চুয়াল পদ্ধতি সকালে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে,এম খালিদ বাবু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এইচ মোস্তাফিজুর রহমান, বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান শেলী, ঢাকাস্থ ময়মনসিংহ জেলা সমিতির সাধারণ সম্পাদক সুরুজ আলী প্রমুখ।