ময়মনসিংহ মুক্ত ও বিজয় দিবসের ৭দিনের কর্মসূচির উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ১০ ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার ও তাদের দোসরদের পরাজিত করে ভারতীয় মিত্রবাহিনীর সহায়তায় মুক্তিযোদ্ধারা মুক্ত করেছিল ময়মনসিংহ জেলাকে। ময়মনসিংহ মুক্ত দিবস উপলক্ষ্যে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে নগরীর ছোট বাজার (মুক্তিযোদ্ধা স্মরণি) মুক্তমঞ্চে সপ্তাহব্যাপী কর্মসূচির আয়োজন করেছে। শনিবার (১০ ডিসেম্বর) সকালে জাতীয় পতাকা, বেলুন ও পায়ড়া উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন সাবেক ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান।
উদ্বোধন শেষে বীর মুক্তিযোদ্ধা জনতার বিজয় র‌্যালী ছোট বাজার মুক্ত মঞ্চ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালীতে বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহম্মেদ এমপি, সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগ সভাপতি ইকরামুল হক টিটু, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামীলীগ সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সহ জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা বৃন্দ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যবৃন্দ অংশ গ্রহণ করেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার