শান্তিগঞ্জ উপজেলায়  টিএমএসএসের শাখা উদ্বোধন

শান্তিগঞ্জ উপজেলায় টিএমএসএসের শাখা উদ্বোধন

BMTV Desk No Comments

পাবনা থেকে,  আঃ খালেক পিভিএম,
দেশের নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের অপারেশন-৭,সিলেট  ডোমেইনের আওতাধীন,সিলেট জোনের অধীন,সুনামগঞ্জ জেলার শান্তি গঞ্জ উপজেলার,টিএমএসএসের সুনামগঞ্জ অঞ্চলের শান্তিগঞ্জ নতুন শাখা ১২ ডিসেম্বর শাখা কার্যালয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।টিএমএসএসের শান্তিগঞ্জ নতুন শাখার,শাখা প্রধান মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ও বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল খালেক চৌধুরী,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ম্যানেজার প্রিন্সিপাল অফিসার রন আচার্য।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিএমএসএসের সিলেট ডোমেইনের,ডোমেইন প্রধান মোঃ আসাদুল হক,সহকারী ডোমেইন প্রধান মোঃ শাহীন মিয়া,সিলেট জোন প্রধান মোঃ মোয়াজ্জেম হোসেন,সুনামগঞ্জ অঞ্চল প্রধান মোঃ সেলিম আহমেদ ফকির প্রমুখ।প্রধান অতিথি বলেন টিএমএসএস একটি স্বেচ্ছাসেবী বে-সরকারি উন্নয়ন মূলক প্রতিষ্ঠান হিসাবে সারা দেশ ব্যাপী প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র ভূমিহীন ও সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে।এ প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের বিভিন্ন কর্মসূচী অত্যন্ত সফলতার সাথে বাস্তবায়িত হচ্ছে।এরই ধারাবাহিকতায় এ উপজেলার শান্তিগঞ্জ নতুন শাখা উদ্বোধনের মাধ্যমে এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড বাস্তবায়িত হবে।তিনি কর্মকর্তাদের এ শাখার কর্ম এলাকায় বিভিন্ন প্রকল্প চিহ্নিত করে কার্যক্রম পরিচালনা করতে পরামর্শ দেন।এ এলাকায় টিএমএসএসের শাখা উদ্বোধন করায় তিনি টিএমএসএস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।ডোমেইন প্রধান মোঃ আসাদুল হক সদস্যদের মধ্যে ঋণ বিতরণে সতর্কতা অবলম্বন করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান।তিনি অপার সম্ভাবনাময় এ এলাকায় টিএমএসএসের কার্যক্রময়ে দ্রুত গতিশীল আনতে কর্মকর্তাদের প্রতি উদাত্ত আহ্বান জানান।সহকারী ডোমেইন প্রধান মোঃ শাহীন মিয়া কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান।তিনি কর্মকর্তাদের বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের প্রস্তুত করে গড়ে তোলার প্রতি গুরুত্ব দেন।টিএমএসএসের সিলেট ডোমেইন প্রধান আরো বলেন তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে আরো গতিশীলতা ও বেগবান করতে আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে।তিনি বলেন যুগের সাথে তাল মিলিয়ে মাঠ পর্যায়ে আপনাদের কাজ করতে হবে।এ সময় তিনি নতুন বছরের বার্ষিক কর্মসূচী যথাযথ পালন করার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান।নতুন শাখা উদ্বোধনী অনুষ্ঠানে টিএমএসএসের নতুন শাখার এফএস,এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ, নানা শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, টিএমএসএসের নবাগত সদস্যবৃন্দ, এনজিও কর্মী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।নতুন শাখার উদ্বোধনী অনুষ্ঠানে টিএমএসএসের ১৪ জন নতুন সদস্যদের মধ্যে ০৯ লক্ষ ৫০ হাজার টাকা বিনিয়োগের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে নতুন শাখার কার্যক্রম শুরু হয়।