ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ৫

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞার নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক, চুবি-ছিনতাই, ডাকাতি প্রতিরোধ এবং আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামীদের গ্রেফতার করে চলমান মামলার কার্যক্রম দ্রুততম সময়ে নিষ্পত্তির লক্ষে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসআই(নিঃ) শাহ মিনহাজ উদ্দিন সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় কোতোয়ালী মডেল থানার তারাগাই ব্রহ্মপুত্র নদের পাড় বাদলের ঘাট এলাকা হতে মাদক ব্যবসায়ী সুজাত আলী(৪৩), পিতা-মকবুল ওরফে মুকুল মিয়া, সাং-চর সিরতা, মড়লবাড়ী, থানা-কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে ২৫০(দুইশত পঞ্চাশ) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এসআই(নিঃ) উত্তম কুমার দাস সংগীয় অফিসারের ও ফোর্সের সহায়তায় কোতোয়ালী মডেল থানার চর ঈশ্বরদিয়া সাকিনস্থ জনৈক শহিদ ফকির(৪০), পিতামৃতঃ মিরাজ উদ্দিন এর চৌচালা টিনের ঘরের ভিতর হতে জুয়া খেলার অপরাধে ০৩ জন জুয়াড়ী নাজমুল হাসান (২১), পিতা-ইদ্রিস আলী, রুবেল মিয়া (২৩), পিতা-মোঃ নুরু মিয়া, উভয় সাং-চর ঈশ্বরদিয়া, কান্দাপাড়া, হানিফ মিয়া (৪০), পিতা-মৃতঃ মিরাশ উদ্দিন, সাং-রঘুনাথপুর সব্জিপাড়া, সর্ব থানা-কোতোয়ালী, ময়মনসিংহদেরকে গ্রেফতার করেন। আসামীদের নিকট হতে নগদ ৪১০/- (চারশত দশ) টাকা যাহার মধ্যে ১০০/-টাকার নোট ০২টি, ৫০/-টাকার নোট ০১টি ২০/-টাকার নোট ০৩টি, ১০/- টাকার নোট ১০টি এবং জুয়া খেলায় ব্যবহৃত রঙ্গিন তাস ৫২টি তাস উদ্ধার করা হয়।

এসআই(নিঃ) আলাউদ্দিন সংগীয় ফোর্সের সহায়তায় অত্র থানাধীন পাটগুদাম র‌্যালীর মোড় হতে দস্যুতার চেষ্টা মামলায় আসামী জাহাঙ্গীর (৪০), পিতামৃতঃ শামছুদ্দিন, সাং-বলাশপুর কসাইপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার