আঃ খালেক পিভিএম,পাবনা বিশ্ব ব্যাংক ও পিকেএসএফ এর আর্থিক ও কারিগরী সহযোগীতায় বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক)”সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)” এর আওতায়”পরিবেশ বান্ধব টেকসই অনুশীলনের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের কৃষি যন্ত্রপাতি ও সরঞ্জামাদি উৎপাদন দক্ষতা বৃদ্ধি” উপ-প্রকল্পটি বগুড়া জেলায় বাস্তবায়ন করছে।এরই ধারাবাহিকতায় প্রকল্প সংশ্লিষ্ট উদ্যোক্তাদের পরিবেশ উন্নয়ন ও মানসম্মত পণ্য উৎপাদনের পাশাপাশি পরিবেশ সনদ প্রাপ্তীতে করণীয় বিভিন্ন বিষয়ে ১৩ ডিসেম্বর বগুড়ার বনানী গাক টাওয়ার প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে কৃষি যন্ত্রাংশ উৎপাদন খাতের সাথে জড়িত উদ্যোক্তাদের অংশ গ্রহনে দিনব্যাপি”পরিবেশগত সার্টিফিকেশন বিষয়ক প্রশিক্ষণ” আয়োজন করা হয়।এসইপি প্রকল্পের,প্রকল্প ব্যবস্থাপক সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ও বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন গাক এর সমন্বয়কারী (কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশন) মোঃ জিয়া উদ্দিন সরদার।
প্রশিক্ষণে উদ্যোক্তাদের পরিবেশ সনদের গুরুত্ব,প্রয়োজনীয়তা ও সনদ প্রাপ্তীতে করণীয় বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন বগুড়ার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহথীর বিন মোহাম্মদ।পরিবেশ বান্ধব কারখানা,পণ্য উৎপাদনে করণীয় ও লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পে উদ্যোক্তাদের সফলতা বিষয়ে আলোচনা করেন বগুড়া জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাঃ আতাউর রহমান।
প্রশিক্ষণে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসইপি প্রকল্পের পরিবেশ কর্মকর্তা মোঃ সম্রাট আলী,এসইপি প্রকল্পের ডকুমেন্টশন অফিসার মোঃ শাখাওয়াৎ হোসেন,টেকনিক্যাল অফিসার মোঃ হাসান সাদিক এসইপি ও ফাইন্যান্স এন্ড প্রকিউরমেন্ট অফিসার এসইপি মোঃ মাসুদ রানাসহ গাক এর বিভিন্ন পর্যায়ের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থী উদ্যোক্তাগণ পরিবেশ সার্টিফিকেশন প্রাপ্তীতে এ ধরণের প্রশিক্ষণ আয়োজন করার জন্য গাক এসইপি প্রকল্পকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও উদ্যোক্তাগন পরিবেশ সনদ অর্জন করবেন মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন।অনুষ্ঠানে নানা শ্রেণি পেশার মানুষ,প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা,সদস্য,রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।