লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া জ্বিনের বাদশা আটক

লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া জ্বিনের বাদশা আটক

BMTV Desk No Comments

এফ আই সুমন, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ  ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কথিত জ্বিনের বাদশা পরিচয়ে সব সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ একজনকে আটক করা হয়েছে। বৃহষ্পতিবার বিকেলে আটকের পর তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের কবির ভুলসোমা গ্রামের সব্দর আলীর ছেলে মোঃ বাবুল মিয়া (ল্যাংড়া বাবুল) ওরফে জ্বীনের বাদশা বাবুল (৪৫)। জ্বীনের মাধ্যমে একশত বিশ কোটি টাকা ও একটি স্বর্ণের পুতুল পাইয়ে দিবে বলে বিভিন্ন প্রতারনার আশ্রয় নিয়ে মানুষকে ফাঁদে ফেলে সে। এমন প্রতারনার মাধ্যমে বাবুল বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের কাছ থেকে হাতিয়ে নেয় ৬ লক্ষ ৫০ হাজার টাকা ।

ভুক্তভোগী শওকত আলী (৪০) জানায়, জ্বীনের মাধ্যমে টাকা প্রাপ্তিতে বিলম্ব হতে থাকায় এবং জ্বীনের বাদশাখ্যাত প্রতারক বাবুল বিভিন্ন টালবাহানা করতে থাকায় বিষয়টি তার সন্দেহ হয়। পরে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভুক্তভোগী শওকত আলী বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে প্রতারক বাবুলকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে প্রতারনার কথা স্বীকার করেছে। ভুক্তভোগী শওকত আলীর বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাগড়া গ্রামে।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পিএসএম মোস্তাছিনুর রহমান জানান, শুধু শওকত আলীকেই নন, বাবুল জ্বিনের বাদশা সেজে আরও অনেক মানুষকে প্রলোভনের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নিয়েছে বলে জানা গেছে। তিনি আরও জানান, এর আগে ২০২০ সালেও সে একই অপরাধে গ্রেপ্তার হয়েছিল ।একটি প্রতারক চক্রের মাধ্যমে সে এই অপরাধ করে বেড়াতো। লিখিত অভিযোগের ভিত্তিতে প্রতারক বাবুলকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।