ময়মনসিংহের ধোবাউড়ায় বন্য হাতির তাণ্ডবঃ ৪০ ঘরবাড়ি ভাংচুর

ময়মনসিংহের ধোবাউড়ায় বন্য হাতির তাণ্ডবঃ ৪০ ঘরবাড়ি ভাংচুর

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহের ধোবাউড়ায় বন্যহাতির আক্রমণে তিনদিনে সীমান্ত এলাকায় অন্তত ৪০ ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। একই সঙ্গে নষ্ট করেছে কয়েক হেক্টর জমির ফসল।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে কয়েকটি বন্যহাতি লোকালয়ে প্রবেশ করে ঘরবাড়ি ভাঙচুর করেছে। এছাড়া ঘরে থাকা ধান-চাল খেয়ে গাছপালা উপড়ে ফেলছে হাতিটি। সন্ধ্যা থেকে শুরু হয়ে তাণ্ডব বলে ভোররাত পর্যন্ত।


এ বিষয়ে দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ূন কবির সরকার বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তা করার আশ্বাস দিয়েছেন।

ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীন  বলেন, তিনদিনে বন্যহাতির আক্রমণে অন্তত ৪০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বিষয় দেখাশোনার জন্য ইউপি চেয়ারম্যান, মেম্বার ও এলাকার বন কর্মকর্তাকে নিয়ে কমিটি আছে। ক্ষতিগ্রস্তদের জিডি করে আবেদন করতে বলা হয়েছে।