You must need to login..!
Description
আঃ খালেক পিভিএম, পাবনা দেশের সমাজ পরিবর্তন ও নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএস পরিচালিত বগুড়ার টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।বার্ষিক দোয়া মাহফিল উপলক্ষে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে হাম্দ ও নাত্ পরিবেশনের পাশাপাশি টিএমএসএস হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের দ্বারা কোরআন খতম করানো হয়।টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এস এম জামসেদ আলীর সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত থেকে দোয়া পরিচালনা করেন টিএমএসএস রিলেজিয়াস কমপ্লেক্সের সভাপতি আলহাজ্ব মাওলানা মো.আব্দুর রহমান (পীর ছাহেব)। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের গভর্ণিং বডির চেয়ারম্যান ও টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম।দোয়া মাহফিলে কলেজ পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, উপাধ্যক্ষ,সম্মানিত অভিভাবক, শিক্ষক,কর্মকর্তা,কর্মচারী, শিক্ষার্থীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।