আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের জন্য তিন সদস্যের নির্বাচন কমিটি গঠন

আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের জন্য তিন সদস্যের নির্বাচন কমিটি গঠন

BMTV Desk No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ   আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের জন্য তিন সদস্যের নির্বাচন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) রাতে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় কমিটির সভায় এ কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যরা হলেন, ইউসুফ হোসেন হুমায়ুন, সাহাবুদ্দিন চুপ্পু ও মশিউর রহমান।বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সভা শেষে সাংবাদিকদের তিনি জানান, ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের কাউন্সিলের খরচ ৩০ লাখ টাকা কমানো হয়েছে। মোট বাজেট ধরা হয়েছে ৩ কোটি ১৩ লাখ টাকা।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে যাদের দল থেকে বহিষ্কার করা হয়েছিল তাদের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, যারা দলের মধ্যে শৃঙ্খলা ভঙ্গ করেছে তাদের মধ্যে শতাধিক নেতা ক্ষমা চেয়ে আবেদন করেছেন। সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমা করেছেন। জাতীয় কমিটি সর্বসম্মতিক্রমে ক্ষমা করেছে। এর বাইরে কেউ থাকলে তারাও আবেদন করতে পারবে।