রংপুর বিভাগে অস্ত্রসহ জেলা ভিত্তিক ভিডিপি প্রশিক্ষণ কোর্স সমাপ্ত

রংপুর বিভাগে অস্ত্রসহ জেলা ভিত্তিক ভিডিপি প্রশিক্ষণ কোর্স সমাপ্ত

BMTV Desk No Comments

আঃ খালেক পিভিএম,পাবনা   বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২১ দিন মেয়াদি অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কর্মশালা রংপুর বিভাগের সকল জেলায় একযোগে আনুষ্ঠানিক ভাবে শেষ হয়েছে।বাহিনীর জেলাভিত্তিক এ কর্মশিবিরের অংশ হিসেবে রংপুর মাহিগঞ্জ আনসার ভিডিপি প্রশিক্ষণ মাঠে ১৭ ডিসেম্বর ভিডিপি প্রশিক্ষণার্থীদের কোর্স সমাপনী অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আনসার ভিডিপির রংপুর রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ, পিভিএমএস।রংপুর জেলা কমান্ড্যান্ট হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফীর সভাপতিত্ব আনসার ভিডিপির ঐতিহাসিক ভূমিকা তুলে ধরে প্রধান অতিথি বলেন,শিক্ষার পাশাপাশি প্রশিক্ষণ প্রগতির চালিকা শক্তি।জাতীয় উন্নয়ন ও সমৃদ্ধির চাবিকাঠি হিসাবে প্রশিক্ষিত ও দক্ষ জনবল দেশ ও জাতির মহামূল্যবান সম্পদ।এজন্য বৃহত্তর স্বার্থে আর্থ-সামাজিক উন্নয়নে দেশব্যাপি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিজস্ব উন্নয়ন ব্যাংকের ঋণ কর্মসূচি গতিশীল করন,প্রশিক্ষিত ভিডিপি জনবল দ্বারা পৌরসভাসহ গ্রামীণ সক্রিয় বাহিনীর প্লাটুন পূনঃগঠন, স্থানীয় আইন শৃংখলা রক্ষা, আত্মকর্মসংস্থান সৃষ্টি,পেশাগত দক্ষতা অর্জন,স্বনির্ভরতা ও আর্থিক উন্নয়ন ঘটানোর লক্ষ্যে বাহিনীর সদস্য সদস্যাদের বহুমূখী প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করে আসছে।তিনি প্রত্যেকের ব্যক্তি জীবনে সময়োপযোগী মৌলিক ও পেশাভিত্তিক প্রশিক্ষণ গ্রহনের উপর বিশেষ গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি রেঞ্জ পরিচালক জনাব সামাদ প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে সঠিক ভাবে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে একজন অংশীদারি কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে ও প্রত্যেকের নিজ নিজ পারিবারিক উন্নতি সাধনের জন্য প্রশিক্ষণার্থীদের পরামর্শ দেন।একইসঙ্গে তিনি সমাজে বাল্যবিবাহ ও যৌতুক প্রথা,নারী ও শিশু পাচার প্রতিরোধ,নারী শিক্ষা ও ক্ষমতায়ন,পরিকল্পিত সূখী পরিবার গঠন,মাদকাসক্ত তরুনদের উদ্ধারসহ বিভিন্ন অনৈতিক কার্যকলাপ প্রতিরোধের পাশাপাশি মানুষের মানবিক মূল্যবোধ ও সামাজিক মর্যাদা বৃদ্ধিকল্পে গণআন্দোলন সৃষ্টিতে সততা ও নিষ্ঠার সহিত পবীত্র দায়িত্ব পালনের জন্য সমবেত সকলে প্রতি উদাত্ত আহবান জানান।অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষণ কোর্স মূল্যায়নে ৩জন শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীকে স্বীকৃতি পুরস্কার প্রদান করেন।রংপুর সার্কেল অ্যাডজুটান্ট মোঃ রাসেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন রংপুর রেঞ্জের সহকারী পরিচালক মুহাম্মদ আছাদুজ্জামান,ক্যাম্প কোয়ার্টার মাস্টার মিঠাপুকুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা প্রবীর কুমার রায় ও প্রশিক্ষণার্থী রওশন আলী প্রমূখ।শিবিরের প্রধান প্রশিক্ষণ কর্মকর্তা কাউনিয়া উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক তাজমূল ইসলাম, বিভিন্ন রিসোর্স পার্সনসহ বিভাগীয় প্রশিক্ষিকগণ ও রংপুর জেলার ৮০ জন ভিডিপি প্রশিক্ষণার্থী এ সময় উপস্থিত ছিলেন।আনসার ভিডিপি বাহিনীর প্রশিক্ষণ প্রকল্পের আওতায় রংপুর রেঞ্জাধীন ৮ জেলা সদরে সংশ্লিষ্ট জেলা কমান্ড্যান্টদের তত্বাবধানে গত ২৭ নভেম্বর থেকে পরিচালিত ৩ সপ্তাহ মেয়াদি এ প্রশিক্ষণ শিবিরের ১মধাপে দিনাজপুর ১৩০,রংপুর ৮০,গাইবান্ধা ৭০, কুড়িগ্রাম ৯০,লালমণিরহাট ৫০, নীলফামারী ৬০,ঠাকুরগাঁও ৯০ ও পঞ্চগড় জেলার ৫০ জন একত্রে ৬২০ জন বাহিনীর প্লাটুনভূক্ত ভিডিপি সদস্যকে অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

LATEST POSTS