ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে ৩ জুয়াড়িসহ গ্রেফতার ১৭

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে মোট ১৭ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞার নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক, চুবি-ছিনতাই, ডাকাতি প্রতিরোধ এবং আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামীদের গ্রেফতার করে চলমান মামলার কার্যক্রম দ্রুততম সময়ে নিষ্পত্তির লক্ষে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

এসআই (নিঃ) ফারুক আহম্মেদ, ০১নং ফাড়ি এর নেতৃত্ত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার মালগুদাম রেল ষ্টেশনের পিছনে মোঃ রতন মিয়া(৬২), পিতা-মৃত কাজী নঈম উদ্দিন এর বাসার পিছন খালী জায়গা হইতে ০১জন মাদক ব্যবসায়ী ১। মোঃ রতন মিয়া(৬২),পিতা-মৃত কাজী নঈম উদ্দিন, মাতা-মৃত রিবাসি খাতুন, সাং- মালগুদাম, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন। আসামী নিকট হতে ৫০০(পাঁচশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) রুবেল মিয়া, ০১নং ফাড়ি এর নেতৃত্ত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার গাঙ্গিনারপাড়স্থ টিপটপ কনফেশনারীর সামনে সরকারী পাকা রাস্তার উপর হতে ০২জন মাদক ব্যবসায়ী শিমুল আহম্মেদ ওরফে শিমুল (২৩), পিতা-সিরাজুল ইসলাম সিরাজ, সাং-কৃষ্টপুরের আল আমিন(২৬), পিতা-আঃ মান্নান, সাং- ডাইরীকান্দা, এ/পি- চরপাড়া পাঁচতারা হোটেলের পিছনে,(মোঃ বিটু মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), উভয় থানা-কোতোয়ালী, ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন এবং আসামীদ্বয়ের নিকট হতে সর্ব মোট (৫+৫)=১০(দশ) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।


এসআই (নিঃ) উমর ফারুক এর নেতৃত্ত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার কাতলাসেন বাজার সাকিনস্থ রিয়াজুল জান্নাত কমপ্লেক্স এর সামনে ময়মনসিংহ টু ফুলবাড়ীয়া গামী পাকা রাস্তার উপর হতে ০১জন মাদক ব্যবসায়ী মোঃ হাফিজুর রহমান(৩৫), সাং-উত্তর কালীবাজাইল, দেওখলা ইউনিয়ন, থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে ১০(দশ) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এসআই (নিঃ) রাশেদুল ইসলাম, আনিছুর রহমান এবং এএসআই(নিঃ) হাফিজুর রহমান, ০২নং ফাড়ি পৃথক পৃথক অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার অন্যান্য মামলার মোট ০৭জন আসামীদেরকে গ্রেফতার করেন। আসামীরা হলেন আমাজাদ খান (৫১), সাং-জেঠাগ্রাম, থানা-নাসিরনগর, জেলা-বি-বাড়ীয়া এ/পি-শিববাড়ী, মাইনুদ্দিন (২০), সাং-চাতলাপাড়, থানা-নাসিরনগর,জেলা-বি-বাড়ীয়া এ/পি-ত্রিশাল বাসস্ট্যান্ড, থানা-কোতোয়ালী, ময়মনসিংহ শ্রী শ্যামল চন্দ্র বর্মন (৩৫), সাং-বলাশপুর আবাসন নদীরপাড় কোতোয়ালী, ময়মনসিংহ আফজাল মিয়া (২০), পিতা-মোঃ আবুল কালাম সাং-বাঘমারা প্রাইমারী স্কুল সংলগ্ন কোতোয়ালী-ময়মনসিংহ। আকাশ মিয়া (২২), সাং-কাচিঝুলি জবেদ আলী রোড, মোস্তফা ওরফে জনি (২৪), সাং-কাচিঝুলি রূপালী ব্যাংকের পিছনে, উভয় থানা-কোতোয়ালী,ময়মনসিংহ হাসান সরকার (২০), পিতা-মৃত হারুন সরকার, সাং-চরকালিবাড়ী মধ্য পাড়া কোতোয়ালী, ময়মনসিংহ।
এসআই (নিঃ) হারুনুর রশিদ এর নেতৃত্ত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার মেরী আগলা কান্দাপাড়া সাকিন হতে নিয়মিত মামলার আসামী সোহাগ (২৮), পিতা- ইব্রাহীম, সাং- ৩১নং ওয়ার্ড মেরীআগলা কান্দাপাড়া, মুন্সীবাড়ি, -কোতোয়ালী, ময়মনসিংহ’কে গ্রেফতার করেন।

এসআই (নিঃ) উত্তম কুমার দাস এর নেতৃত্ত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার এলাকা হতে বিষ্ফোরক মামলায় সন্দিগ্ধ আসামী হিসাবে আকুয়া মাদ্রাসা কোয়ার্টার সাব্বির রহমান(২২), -ফুলবাড়ীয়া,,ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) আশিকুল হাসান এর নেতৃত্ত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার চর হাসাদিয়া সাকিনস্থ নদীর পাড়ে হাসু মিয়ার ধান কাটার পতিত জমি হতে তাস দ্বারা জুয়া খেলার অপরাধে ০৩জন জুয়াড়ী আটক করেন।
জুয়াড়ীরা হলেন চর হাসাদিয়ার মোঃ মফিজুল ইসলাম (৪৫), আব্দুল্লাপুরের মোঃ বাবুল মিয়া (৪৫), এবং ফুলপুর মইচাপুর, রহিমগঞ্জ মোঃ বুলবুল (৪৮)।

ইহা ছাড়াও এসআই(নিঃ) আনোয়ার-২ অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার ০১টি জিআর তামিল করেন। জিআর গ্রেফতারী পরোয়ানায় চরগোবিন্দপুর শরীফ @ আবু গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার