বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

BMTV Desk No Comments

আঃ খালেক পিভিএম,পাবনা   নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের আওতাধীন পরিচালিত বগুড়া সদরের নামুজার টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২০ ডিসেম্বর মঙ্গলবার টিএমএমএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালের উদ্যোগে ফ্রী মেডিকেল ও ডেন্টাল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।ফ্রী মেডিকেল ও ডেন্টাল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ও বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন নামুজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃ রফিকুল ইসলাম।অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন টিএমএসএসের উপনির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মতিউর রহমান। তিনি বলেন টিএমএসএস সারা দেশ ব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে।এরই ধারাবাহিকতায় আজকের এ ফ্রী ক্যাম্পের মাধ্যমে সমাজের সুবিধা বঞ্চিত ও সাধারণ মানুষের মধ্যে সেবা প্রদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।তিনি আরো বলেন টিএমএসএস সব সময় আপনাদের পাশে ছিল,আছে ও ভবিষ্যতে থাকবে।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিএমএসএস মেডিকেল কলেজের পরিচালক অবঃ ব্রিঃ জেঃ মেঃ জামিলুর রেজা।
উক্ত মেডিকেল ক্যাম্পে সকাল ৯ ঘটিকা থেকে ২ ঘটিকা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসক রোগী দেখেছেন।এসময় মেডিসিন ডায়াবেটোলজি,গাইনি এন্ড অবস,চক্ষু,নাক,কান,গলা, কার্ডিওলজী,ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন ও ডেন্টাল বিভাগের রোগীদের সরাসরি সাক্ষাতে সেবা প্রদান করা হয়।ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনায় টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মানব কল্যান সংস্থা সহযোগিতা করেছে।সমাজের অসহায় মানুষের পাশে থেকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল এ অনুষ্ঠানের মাধ্যমে সেবা প্রদান করছে।অনুষ্ঠানে নানা শ্রেণি পেশার মানুষ,এনজিও কর্মী,রাজনৈতিক নেতৃবৃন্দ,সাধারণ জনতা,বিভিন্ন এলাকা থেকে আগত সেবা গ্রহণকারীগন,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।