You must need to login..!
Description
এনায়েতুর রহমান, ফুলবাড়ীয়া থেকে : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় কুশমাইল ইউনিয়নের চকরাধাকানাই একই স্থানে একই সময়ে আহলে হাদিসের ইজতেমা আহ্বান করায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা আদেশ জারি করেছে। মঙ্গলবার (২০ তারিখ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইজতেমা স্থলে উপস্থিত হয়ে এ ঘোষণা দেন উপজেলা নির্বাহি কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহি ম্যাজিস্ট্যাট মোহাম্মদ নাহিদুল করিম।
জানা যায়, ফুলবাড়ীয়া-ময়মনসিংহ সড়কের পাশে চকরাধাকানাই ইজতেমা মোড় সংলগ্ন মাঠে ২১, ২২ ও ২৩ ডিসেম্বর ৩ দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা আহ্বান করে স্থানীয় মুখলেছুর রহমান ওরফে মুকুল মাস্টার এবং মো. নুরুল ইসলাম। ইজতেমা কে কেন্দ্র করে শুরু থেকেই টান টান উত্তেজনা বিরাজ করে। গত ১৩ ডিসেম্বর উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে উপজেলা নির্বাহি অফিসারের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় থানায় একটি মামলাও হয়েছে। ২০ ডিসেম্বর সকল প্রস্তুতি সম্পন্ন করে। এরই মধ্যে বিকালে উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ নাহিদুল করিম ও সহকারী কমিশনার (ভূমি) সেলিনা আক্তার ইজতেমা স্থল পরিদর্শন করেন। সন্ধ্যার পর উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ নাহিদুল করিম ১৪৪ ধারার ঘোষণা দেন। এ সময় থানা অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ, ওসি তদন্ত শফিকুল ইসলাম অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
ঘোষণার পর বিদ্রোহী গ্রুপের লোকজন তাদের উপর হামলা ও মারধরের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন মারকাজ আমীর মো. আব্দুল খালেক।