বগুড়ার গাক’র এসইপি প্রকল্পের উদ্দ্যোগে অভিজ্ঞতা বিনিময়

বগুড়ার গাক’র এসইপি প্রকল্পের উদ্দ্যোগে অভিজ্ঞতা বিনিময়

BMTV Desk No Comments

আঃ খালেক পিভিএম,পাবনা,
বিশ্ব ব্যাংক,পিকেএসএফ এর আর্থিক ও কারিগরী সহযোগীতায় দেশের জাতীয় পর্যায়ের এনজিও বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক)”সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট”এর আওতায়”পরিবেশ বান্ধব টেকসই অনুশীলনের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের কৃষি যন্ত্রপাতি ও সরঞ্জামাদি উৎপাদন দক্ষতা বৃদ্ধি” উপ-প্রকল্পটি বগুড়া জেলায় বাস্তবায়ন করছে।এ প্রকল্পের কার্যক্রমের অংশ হিসাবে সম্প্রতি কৃষি যন্ত্রাংশ উৎপাদন খাতে জড়িত উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে একটি সফর অনুষ্ঠিত হয়।এ প্রকল্পের,প্রকল্প ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে ০৮ সদস্যের একটি প্রতিনিধি দল বগুড়ার গাক প্রধান কার্যালয় হতে ঢাকা ধোলাইখালে বাস্তব ইনিসিয়েটিভ ফর পিপলস্ সেলফ-ডেভেলপমেন্ট সংস্থা কর্তৃক বাস্তবায়িত”সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট”এর কার্যক্রম পরিদর্শন করেন।সফর সঙ্গী হিসাবে উদ্যোক্তাদের মধ্যে রহমানিয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর স্বত্তাধিকারী মোঃ আহসান, খোকন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর স্বত্তাধিকারী মোঃ খোকন মিয়া,আবু তালহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর স্বত্তাধিকারী মোঃ মোস্তাফিজার রহমান ও প্রকল্প কর্মকর্তা হিসাবে পরিবেশ অফিসার মোঃ সম্রাট আলী, টেকনিক্যাল অফিসার হাসান সাদিক,হিসাব রক্ষন অফিসার মোঃ মাসুদ রানা ও ডকুমেন্টেশন অফিসার মোঃ শাখাওয়াৎ হোসেন অংশগ্রহন করেন।

সফরকালে সফরসঙ্গীগন বাস্তব ইনিসিয়েটিভ ফর পিপলস্ সেলফ-ডেভেলপমেন্টের মডেল ওয়ার্কশপ ঢাকা ইঞ্জিনিয়ারিং কনসার্ন ও সাধারন সেবা ঋণের আওতায় এমডিএস ডিজাইন এন্ড ম্যানুফ্যাকচার কারখানা সহ ধোলাইখাল এলাকার বিভিন্ন কারখানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে উক্ত কারখানা দুটির আধুনিক মেশিন ও যন্ত্রপাতির ব্যবহার ও পরিবেশবান্ধব কার্যক্রম সম্বন্ধে উদ্যোক্তাগন এক অপরের মাঝে অভিজ্ঞতা বিনিময় করেন ও কারখানা মালিকদ্বয়কে গাক এসইপি প্রকল্পের পক্ষ হতে শুভেচ্ছা স্মারক প্রদান করেন প্রকল্প ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম।উদ্যোক্তাগন ভবিষ্যতে গাক’র উদ্যোক্তাদের মাঝে আধুনিক মেশিনারীজ ব্যবহার ও প্রযুক্তি বিষয়ক সহায়তা প্রদানের জন্য অঙ্গীকার করেন ও গাক এসইপি প্রকল্পের সফরসঙ্গীদের তাদের কারখানা পরিদর্শন করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
পরিদর্শন শেষে বাস্তব ইনিসিয়েটিভ ফর পিপলস্ সেলফ-ডেভেলপমেন্ট এর কার্যালয়ে সংস্থার কর্মকর্তাদের অংশগ্রহনে সফরসঙ্গীগন শেয়ারিং সভায় মিলিত হন।সভায় বাস্তব এসইপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক বাসুদেব মিত্র প্রকল্পের বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করেন ও অতিথিদের অভিনন্দন জানান। সভায় গাক’র প্রকল্প ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম অভিজ্ঞতা বিনিময় সফর কালে সার্বিক সহযোগিতার জন্য বাস্তব এসইপি প্রকল্পের সকল কর্মকর্তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ও এইপি প্রকল্পের পক্ষ হতে শুভেচ্ছা সম্মাননা স্বারক ক্রেষ্ট প্রদান করেন।