মতিউল আলম, বিএমটিভি নিউজ :
দেশে করোনার শুরুতে লকডাউনে সবাই যখন নিজ আশ্রয়স্থলে আবদ্ধ, ঠিক তখনও জীবণের ঝুঁকি নিয়ে চেম্বারে নিরবচ্ছিন্ন রোগীর চিকিৎসাসেবা দিয়ে নজীর সৃষ্টি করেছেন ৭১ বৃদ্ধ বছর বয়স্ক মানবিক চিকিৎসক বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ হরি শংকর দাশ। অনবদ্য সেবাদানকারী ওই গুণী চিকিৎককে শুভেচ্ছা জানাতে তার চেম্বার ময়মনসিংহ চরপাড়া মোড়ের পারমিতা চক্ষু ক্লিনিকে ১২ ডিসেম্বর সন্ধ্যায় সাক্ষাৎ করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে.এম খালিদ বাবু এমপি। দেশের সন্মূখসাঁড়ির করোনাযোদ্ধা ডাঃ হরি শংকর দাশের গৌববোজ্জ্বল ভূমিকার ভূয়সী প্রসংশা করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী জানান, সাধারণ ক্লিনিকের চেয়ে পারমিতা চক্ষু ক্লিনিকের ভিন্নতা রয়েছে। করোনাকালীন একদিনের জন্যেও বন্ধ থাকেনি পারমিতা। ক্লিনিকটি আন্তরিক সেবাদানের মাধ্যমে তার গৌরবকে ধরে রাখবে এমনটাই প্রত্যাশা করেন প্রতিমন্ত্রী। এসময় ডাঃ হরি শংকর দাশ প্রতিমন্ত্রীকে জানান, সৃষ্টিকমর্তার কাছে তার একান্ত চাওয়া আমৃত্যু যেন মানুষের সেবা করে যেতে পারেন। এরজন্য তিনি সকলের কাছে আশীর্বাদও কামনা করেন ।
শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর চরপাড়া মোড়ে স্বনামখ্যাত পারমিতা চক্ষু ক্লিনিক পরিদর্শনে এসে এসব মন্তব্য করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী। দেশের সন্মূখসাঁড়ির করোনাযোদ্ধা বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ হরি শংকর দাশকে তার ক্লিনিকে এসে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় পারমিতা চক্ষু ক্লিনিকের কনফারেন্স রুমে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়। ডাঃ হরি শংকর দাশের সভাপতিত্বে মতবিনিময়ে অংশ নেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ফরিদ আহমদ, জেলা বিএমএ সাধারণ সম্পাদক ডাঃ এইচ এ গোলন্দাজ তারা, অধ্যক্ষ ড. শাহাব উদ্দিন আহমদ, পারমিতা চক্ষু ক্লিনিকের উপ-পরিচালক মেসেস ফাতেমা বেগম।