আঃ খালেক পিভিএম,পাবনা /বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বার্ষিক উপজেলা সমাবেশ ২৬ ডিসেম্বর ফুলবাড়ি ডিগ্রি কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়।ফুলবাড়ি উপজেলা নির্বাহী অফিসার সুমন দাসের সভাপতিত্বে বার্ষিক সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সংগঠন,সদস্য ও কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ পরিচালক মোঃ আঃ সামাদ পিভিএমএস।কুড়িগ্রাম জেলা আনসার-ভিডিপি কার্যালয়ের হিসাবরক্ষক মোঃ গোলাম মোস্তফা রাঙ্গার সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য দেন কুড়িগ্রাম সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন।সমাবেশে প্রতিবেদন পাঠ করেন কাশিপুর ইউনিয়ন ভিডিপি দলনেতা মোঃ হাবিবুর রহমান ও ফুলবাড়ি ইউনিয়ন ভিডিপি দলনেত্রী মোছাঃ সামসুননাহার শাপলা। পবিত্র কোরআন তেলওয়াত করেন উপজেলা মসজিদের ইমাম মোঃ আব্দুল বাতেন ও গীতা পাঠ করেন বড়ভিটা ইউনিয়ন আনসার কমান্ডার মিলন চন্দ্র রায়।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন কুড়িগ্রাম আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট ( চঃ দাঃ) মোঃ ইবনুল হক,ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম,ফুলবাড়ি উপজেলা মৎস্য অফিসার মোঃ রায়হান উদ্দিন সরদ্দার ও ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলুর রহমান। প্যারেড পরিচালনা করেন ফুলবাড়ী আনসার ও ভিডিপি’র উপজেলা প্রশিক্ষক মোঃ মমিনুল ইসলাম।সমাবেশে উপজেলার ২০০ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা অংশ গ্রহণ করেন। তাদের মধ্যে ১জনকে বাইসাইকেল; ১৮জনকে ছাতা পুরষ্কার হিসেবে প্রদান করা হয়।বার্ষিক সমাবেশে উপজেলা প্রশিক্ষক,উপজেলা পযার্য়ের কর্মকর্তা,নানা শ্রেণি পেশার মানুষ,উপজেলার সকল ইউনিয়ন দলনেতা,দলনেত্রী,সাধারণ আনসার,নতুন,পুরাতন ভিডিপি সদস্য,রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।