স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহের মুক্তাগাছায় অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে পৌর শহরের মহাবিদ্যালয় পূর্বপাশের মনিরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে, এসময় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
মুক্তাগাছা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর শুশান্ত কুমার দে মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আমরা তাৎক্ষণিক খবর পাওয়ায় ঘটনাস্থলে গিয়ে প্রায় ১৫ লাখ টাকার মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করতে পেরেছি। তবে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের দাবি তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।