You must need to login..!
Description
মতিউল আলম,বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেছেন, জনগণের সহযোগিতা থাকলে পর্যায়ক্রমে সিটি এলাকার সকল সমস্যা সমাধানের মাধ্যমে একটি আধুনিক নগরী উপহার দিতে পারবো ইনশাল্লাহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ বিভাগীয় শহরকে একটি আধুনিক নগরী উপহার দিতে চান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক সহযোগিতায় প্রায় ১৬’শ কোটি টাকার সিটির উন্নয়ন বরাদ্দ একনেকে পাস হয়েছে। পর্যায় আরো বরাদ্দ দেয়ার প্রক্রিয়া চলছে। এখন প্রয়োজন সাংবাদিক এবং সিটি করপোরেশনের নাগরিকদের আন্তরিক সহযোগিতা। রাজশাহী নগরীতে জনগণ স্বেচ্ছায়রাস্তা প্রশস্তকরণের জন্য জায়গা ছেড়ে দিয়েছেন।
আজ সোমবার সকালে ময়মনসিংহ সিটি করপোরেশনের আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন পরিচালনায় মত বিনিময় সভায় প্যানেল মেয়র-২ মাহবুবুর রহমান দুলাল, প্যানেল মেয়র-৩ শামীমা আক্তার, তত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম মিঞাসহ সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
মেয়র টিটু আরো বলেন, শেখ রাসেল শিশু পার্ক, শামসুল হক স্মৃতি পার্ক, ট্রাকস্ট্যান্ড, পাটগুদাম থেকে বাসস্ট্যান্ড সরিয়ে শম্ভুগঞ্জ বাসস্ট্যান্ড করা হবে। বর্জ্য প্রক্রিয়া করে জৈব সার তৈরী করা হবে। নগরীর বর্তমানে বড় সমস্যা যানজট ও জলবদ্ধতা দুরীকরণে প্রাথমিক কাজ চলছে। বরাদ্দকৃত প্রকল্প বাস্তবায়নের এসব সমস্যা সমাধান করা হবে। বরাদ্দকৃত প্রকল্পের মাধ্যমে নগরের খালগুলো দখলমুক্ত করে খনন করার মাধ্যমে দ্রুত পানি নিস্কাশনের কাজ করা হবে। নগর কেন্দ্র স্থল থেকে রেলপথ অপসারণ, রাস্তা দখলমুক্ত করে রাস্তা প্রশস্থ করা হবে। মানসম্মত উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ঠিকাদাররা যাতে নিন্মমানের কাজ না করতে পারে সে জন্য মনিটরিং জোরদার করা হবে। ##