গফরগাঁওয়ে ভ্রাম্যমান আদালতে ৯টি প্রতিষ্ঠানে জরিমানা

গফরগাঁওয়ে ভ্রাম্যমান আদালতে ৯টি প্রতিষ্ঠানে জরিমানা

BMTV Desk No Comments

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে ভ্রাম্যমান আদালতে ৯টি প্রতিষ্ঠানে জরিমানা করেছে।বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের জামাতলা মোড়ের ব্যবসা প্রতিষ্ঠানে এ জরিমানা করা হয়।অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবিদুর রহমান।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, সড়ক পরিবহন আইনে ৭টি ও ভোক্তা অধিকার আইনে ২ টি মামলায় ৯ টি প্রতিষ্ঠানে ৩৮ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।গফরগাঁও থানার পুলিশের একটি দল ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহায়তা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবিদুর রহমান বলেন,সতর্ক করার জন্য জরিমানা করা হয়েছে।তাঁরা সংশোধন না হলে আরও কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে।আমাদের এ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

LATEST POSTS