স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
কনকনে শীতে সারাদেশের মানুষ যখন কাঁপছে । তখন রাত জেগে দোকান, বাসা বাড়ি, মার্কেটের মালামাল রক্ষায় পাহারা দিচ্ছে নিরাপত্তা কর্মীরা । তাদের কথা চিন্তা করে শীত থেকে রক্ষার জন্য অতীতের ন্যায় কোতোয়ালী মডেল থানার মানবিক ওসি শাহ কামাল আকন্দ গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে শতাধিক কম্বল বিতরণ করেছেন। শহরের স্টেশন রোড, গাঙ্গিনারপাড়, রামবাবু রোড, গুলকিবাড়ি, নতুন বাজার, চরপাড়া মোড় এলাকার নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত ডিফেন্স পার্টি, বাজার ডিউটি, মার্কেট ও বাসা বাড়িতে ডিউটিরতদের মাঝে কোতোয়ালী থানার ওসি শাহ কামাল আকন্দ কম্বল বিতরণ করে আবারো প্রমাণ করলেন মানবিক কাজে তিনি সবার আগে।
অতীতে করোনাকালীন গভীর রাতে কর্মহীন, দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ ও শীতার্তদের মাঝে শীতের কাপড় ও কম্বল বিতরণ করে প্রশংসা কুড়িয়েছেন। কোতোয়ালী মডেল থানার আগে তিনি ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ হিসেবে থাকাকালীন মানবিক দায়িত্ব পালন করেছেন। আ্ইন -শৃংখলা রক্ষায় গুরুত্বপুর্ণ ভুমিকা রাখার জন্য শাহ কামাল আকন্দ ময়মনসিংহ জেলা পুলিশ ও রেঞ্জ অফিস থেকে ২৪ বার শ্রেষ্ট অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত হয়ে রেকর্ড সৃষ্টি করেছেন।
শাহ কামাল আকন্দ জানান, আমার অভিভাবক জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভুইয়া সহ অতীতের সকল পুলিশ সুপারদের অনুপ্রেরনা মানবিক দায়িত্বটি পালন করে আসছি। তাদের আমি কাছে কৃতজ্ঞ।