নারী ফুটবল লীগে টুর্নামেন্টের সেরা ফুটবলার হয়েছেন কলসিন্দুরের মেয়ে তহুরা খাতুন

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ
নারী ফুটবল লীগে নিজেদের অভিষেকে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা জিতেছে বসুন্ধরা কিংস। ৮ হ্যাটট্রিকসহ ৩৫ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন বসুন্ধরা কিংসের অধিনায়ক সাবিনা খাতুন। টুর্নামেন্টের সেরা ফুটবলার হয়েছেন একই ক্লাবের তহুরা খাতুন। লীগে ১৬ গোল করেছেন ময়মনসিংহের এ কিশোরী।
গতকাল কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে আসরের সমাপনী দিনে ট্রফি হাতে উদযাপন করলো ক্লাবটির ফুটবলাররা। গতকাল ছিল লীগের শেষ দুই ম্যাচ। বসুন্ধরা কিংসের খেলা আগে শেষ হলেও শেষ দিনে নিজেদের শেষ ম্যাচ খেলেছে নাসরিন স্পোর্টস একাডেমি। বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়ক ও কর্মকর্তাদের হাতে ট্রফি তুলে দেন। ৭ দলের লীগে বসুন্ধরা কিংস পূর্ণ ৩৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন ও ৩০ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে নাসরিন স্পোর্টস একাডেমি। দুই ম্যাচ তারা হেরেছে বসুন্ধরা কিংসের কাছে। চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ৩ লাখ ও রানার্সআপ নাসরিন স্পোর্টস একাডেমি ২ লাখ টাকা প্রাইজমানি পেয়েছে।

 

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার