বগুড়ায় পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি ট্রাস্টের বার্ষিক সভা অনুষ্ঠিত

বগুড়ায় পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি ট্রাস্টের বার্ষিক সভা অনুষ্ঠিত

BMTV Desk No Comments

আঃ খালেক পিভিএম,পাবনা  উত্তর জনপদের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী জাগরণের পথিকৃৎ প্রফেসর ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের আওতাধীন পরিচালিত বগুড়ার পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার বগুড়ায় টিএমএসএসের হোটেল মমইন এন্ড রিসোর্টে অনুষ্ঠিত হয়।
ট্রাস্টির চেয়ারম্যান ও টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক প্রফেসর ড.হোসনে-আরা বেগমের সভাপতিত্বে বিওটি’র ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।সাধারন সভায় ২০২২ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি এএইচএম গোলাম রসুল খান ও ২০২১-২০২২ অর্থ বছরের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব প্রতিবেদন উপস্থাপন করেন ট্রাস্টি বোর্ডের ট্রেজারার মো.জাহেদুর রহমান। বার্ষিক সাধারন সভার ২য় পর্বে আগামী তিন বছরের জন্য বিওটি’র নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।উক্ত নির্বাচনে ট্রাস্টির সদস্যগণ সর্বসম্মতিক্রমে প্রফেসর ড. হোসেনে-আরা বেগম কে ট্রাস্টের চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান ও রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান,সেক্রেটারী হিসাবে এএইচএম গোলাম রসুল খান ও ট্রেজারার হিসাবে মোঃ জাহেদুর রহমান নির্বাচিত করেন।কমিটির মোট ২১ সদস্যের ট্রাস্টি বোর্ড আগামী তিন বছরের জন্য নিয়মিত ট্রাস্টের সার্বিক কার্যক্রম পরিচালনা করবেন।সভায় পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি ট্রাস্ট এর সদস্যগণ ছাড়াও নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান,আমন্ত্রিত অতিথিবর্গ, টিএমএসএসের বিভিন্ন কর্মকর্তা,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।