জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা সাধারণ সম্পাদক শ্যামল দত্ত

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা সাধারণ সম্পাদক শ্যামল দত্ত

BMTV Desk No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ  জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন ফরিদা ইয়াসমিন। সাধারণ সম্পাদক হয়েছেন একই প্যানেলের প্রার্থী শ্যামল দত্ত। তারা দুজনই আওয়ামী লীগপন্থি মুক্তিযুদ্ধের চেতনার ফোরামের প্রার্থী। শনিবার দিনভর ভোটগ্রহণ শেষে রাতে ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. মোস্তফা-ই-জামিল। ঘোষিত ফল অনুযায়ী, ২০২৩-২৪ মেয়াদে ১৭ সদস্যের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ, সহ-সভাপতি রেজোয়ানুল হক রাজা, যুগ্ম সম্পাদক আইয়ুব ভূঁইয়া ও আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী। এছাড়া ব্যবস্থাপনা কমিটিতে ১০ জন সদস্য নির্বাচিত হয়েছেন।