মুক্তাগাছায় নতুন বই নিয়ে বাড়ি ফেরার পথে ট্রলিচাপায় শিশু নিহত

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় নতুন বই নিয়ে বাড়ি ফেরার পথে ট্রলিচাপায় সানজিদা আক্তার (১০) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।
রোববার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কালিবাড়ী-চেচুয়া সড়কের হাতিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত সানজিদা ওই স্কুলের নৈশপ্রহরী কাদের মিয়ার মেয়ে।রোববার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কালিবাড়ী-চেচুয়া সড়কের হাতিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত সানজিদা ওই স্কুলের নৈশপ্রহরী কাদের মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, উপজেলার হাতিল গ্রামের বাসিন্দা ও হাতিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী আব্দুল কাদেরের মেয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সানজিদা সকাল সাড়ে ১০টার দিকে নতুন বই নিতে স্কুলে যায়। বই দেওয়ার আগে সহপাঠীদের সঙ্গে খেলা করছিল ওই শিক্ষার্থী। এসময় ইঞ্জিনচালিত একটি টলি ব্রেক ফেল করে স্কুল গেটে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই ট্রলিচাপায় সানজিদা নিহত হয়।

স্কুলের প্রধান শিক্ষক সেলিমা খাতুন বলেন, শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গণে খেলা করছিল। হঠাৎ এক টলি স্কুলের ভেতরে ঢুকে পড়ে। এতে ট্রলিচাপায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সানজিদার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, ট্রলির চাপায় শিশু শিক্ষার্থী নিহতের ঘটনায় চালক মেহেদি হাসানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।##

 

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার