স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের গৌরিপুরে গোবর ফেলার জন্য গর্ত করায় আবুল কালাম (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সহনাটি ইউনিয়নের সহনাটি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আবুল কালাম ওই এলাকার মকবুল হোসেনের ছেলে। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে আবুল কালাম তার আত্মীয় আব্দুল গফুর মিয়ার জমির পাশে নিজের জমিতে গোবর ফেলার জন্য গর্ত করেন। গর্ত করায় দুই পক্ষের কথা কাটাকাটি হয়। পরে স্থানীয়ভাবে বসে গর্ত ভরাট করে বিষয়টি মিমাংসাও করে ফেলেন।
এই ঘটনার পর আবুল কালাম সকাল সাড়ে ১০টার দিকে তার ছেলেকে নিয়ে মোটরসাইকেল যোগে বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে আবুল কালামকে পিটিয়ে হত্যা করেন গফুর মিয়ার লোকজন।
ওসি মো. মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।