বিশ্বকাপ জয়ের পর ‘মেসি’ নাম রাখতে চাইছেন অনেক বাবা-মা

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ 
ইতিহাসে তৃতীয়বারের মতো ফিফা বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। এই বিশ্বকাপ জয়ের পেছনে যার কৃতিত্ব আকাঁশছোয়া, তিনি আর অন্য কেউ নন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। গোটা বিশ্ব তাকে কুর্নিশ জানাচ্ছে। শুধু তাই নয়, প্রত্যেকেই এখন লিওনেল হতে চায়, অন্তত আর্জেন্টিনার এই নায়কের নামে নামকরণ করতে চায়। আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের সিভিল রেজিস্ট্রি অফিস জানাচ্ছে, ডিসেম্বরে ফ্রান্সের বিরুদ্ধে লিওনেল মেসি এবং তার দলের কাতার জয়ের পর থেকে বাবা-মায়েরা তাদের আদরের খুদেটির নাম রাখতে চাইছেন লিওনেল বা লিওনেলা। এখানেই শেষ নয়, এই নামের চাহিদা ৭০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

১৯৮৭ সালের ২৪ জুন আর্জেন্টিনার রোজারিওতে জন্মগ্রহণ করেন মেসি। সান্তা ফে প্রদেশের অফিসের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর থেকে আগামী ছয় মাস লিওনেল বা লিওনেলা নামের জন্য নিবন্ধন জারি ছিলো। কিন্তু নভেম্বরে শুরু হওয়া বিশ্বকাপের পর থেকে এই নামের চাহিদা হঠাৎ করে বাড়তে শুরু করেছে। গত বছর অক্টোবর এবং নভেম্বরে, আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়কের সম্মানে ৩২ টি রেজিস্ট্রেশন হয়েছিল। ৩১ ডিসেম্বর পর্যন্ত, পুরো প্রদেশজুড়ে ৪৯ টি লিওনেল বা লিওনেলা নামের নথিভুক্তকরণ হয়েছে- যা সেপ্টেম্বরের তুলনায় ৭০০ শতাংশ বেশি।

এর মধ্যে ২২জন রোজারিও থেকে, ২০জন সান্তা ফে থেকে এবং ৭ জন বাকি প্রদেশের। ২০১৪ সালে রোজারিও শহর অভিভাবকদের শিশুদের “মেসি” নামকরণে নিষেধাজ্ঞা জারি করেছিল। কর্মকর্তারা দাবি করেছিলেন যে সন্তানদের নাম হিসাবে মেসির নাম ব্যবহার করলে আদমশুমারী কর্মীদের মাথাব্যথা বাড়বে। এরইমধ্যে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর ভক্তদের উদযাপনের বিভিন্ন খবর শিরোনামে এসেছে। এই সপ্তাহের শুরুতে, কপালে “মেসি” ট্যাটু করা একজন ভক্ত সোশ্যাল মিডিয়ায় তার নতুন চেহারা সম্পর্কে নেতিবাচক মন্তব্য পাওয়ার পরে নিজের সিদ্ধান্তের জন্য এখন অনুশোচনা করছেন। ডিসেম্বরে, এল ফিনান্সিরো সংবাদপত্র জানিয়েছে যে, আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক ১০০০ পেসোর নোটে লিওনেল মেসির মুখ রাখার কথা বিবেচনা করছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার