বগুড়ায় টিএমএসএসের এগ্রো ভোজ্য সরিষার তৈল প্রকল্প উদ্বোধন

বগুড়ায় টিএমএসএসের এগ্রো ভোজ্য সরিষার তৈল প্রকল্প উদ্বোধন

BMTV Desk No Comments

আঃ খালেক পিভিএম,পাবনা   উত্তর জনপদের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের আওতাধীন পরিচালিত বিসিএল গ্রুপের খাঁটি সরিষার তৈল সারা দেশের ভোক্তাদের কাছে পৌঁছে দিতে টিএমএসএস এগ্রো ভোজ্য সরিষার তৈল প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।টিএমএসএসের আওতাধীন পরিচালিত বগুড়ার ফাইভ স্টার হোটেল মমইন বিনোদন জগতে ৭ জানুয়ারি এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।তিনি বলেন টিএমএসএস সারা দেশ ব্যাপী সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে।তিনি আরো বলেন টিএমএসএস লাভের আশায় নহে,সেবার মনোভাব নিয়েই বিভিন্ন সামাজিক কাজ পরিচালনা করছে।আজকে এ প্রকল্প উদ্বোধনের মাধ্যমে সারা দেশের ক্রেতা সাধারণের মধ্যে খাঁটি তেল স্বল্প মূল্যে সরবরাহ করার প্রত্যয় নিয়ে কার্যক্রম শুরু করা হলো।এ সময় টিএমএসএসের বিভিন্ন কর্মকর্তা,বিসিএল গ্রুপের কর্মকর্তা,এগ্রো ভোজ্য তেল প্রকল্পের কর্মকর্তা,কর্মচারী,নানা শ্রেণি পেশার মানুষ,নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।