স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত সহ ১২ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞার নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক, চুবি-ছিনতাই, ডাকাতি প্রতিরোধ এবং আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামীদের গ্রেফতার করে চলমান মামলার কার্যক্রম দ্রুততম সময়ে নিষ্পত্তির লক্ষে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসআই (নিঃ) আশরাফুল আলম এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার বাঘমারা সাকিনস্থ আলম কমিশনার এর বাসার সামনে পাকা রাস্তার উপর হতে মাদক মামলার আসামী মোঃ মাসুদ (২৩), পিতা-মোঃ মোস্তফা, সাং- খাগডহর রোড স্টেশন (ভাসমান), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন এবং তার নিকট হতে ০৫(পাঁচ)গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এসআই(নিঃ)কুমোদ লাল দাস এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার কেওয়াটখালী ময়না মোড় এলাকা হতে ডাকাতির চেষ্টা মামলার আসামী অভি চন্দ্র সূত্রধর (২০), পিতা-অমল চন্দ্র সূত্রধর, সাং-পাটগুদাম নিউ কলোনী, খোকন মিয়া (২৮), পিতা-ইদু মিয়া @ ইদ্রিস আলী, সাং-দক্ষিন চর কালিবাড়ী, উভয় থানা-কোতোয়ালী, ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ)মাহফুজুর রহমান এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার চরপাড়া মোড় হতে চুরি মামলার আসামী আছমা বেগম (৩৩), পিতা-বাচ্চু মিয়া, স্বামী- হারুন শেখ, বৃষ্টি বেগম (২৮), পিতা-ময়নুদ্দিন মন্ডল, স্বামী-আঃ সালাম, ফাতেমা বেগম ওরফে সখিনা (৩৫), পিতামৃত-বেচা মিয়া, স্বামী-আঃ সালাম, সর্ব সাং-তাজ নগর, থানা-নওগাঁ, জেলা-নওগাঁ’দের গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ)অসীম কুমার দাস এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার দিঘারকান্দা বাইপাস এলাকা হতে ডাকাতির চেষ্টা মামলার আসামী মোঃ ইস্রাফিল (২০), পিতা-ইদু মিয়া @ ইদ্রিস আলী, সাং-দক্ষিন চর কালিবাড়ী, মোঃ আরিফ (২৮), পিতা-আঃ জব্বার, সাং-বাঁশবাড়ী কলোনী, উভয় থানা-কোতোয়ালী, ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এএসআই(নিঃ) মোঃ জহিরুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার আকুয়া বাইপাস মোড় সরকারী পাকা রাস্তার উপর হইতে অন্যান্য মামলার আসামী মোঃ হাবিবুল্লাহ (২০), পিতা-জালাল ফকির, সাং-দাপুনিয়া তালতলা থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
ইহা ছাড়াও এএসআই(নিঃ)চাঁন মিয়া, জহিরুল ইসলাম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার ০২টি জিআর এবং এএসআই(নিঃ) সাইফুল ইসলাম-২ ১টি সিআর সাজা বডি তামিল করেন। সিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় গ্রেফতারকৃত হলেন মোঃ বাদশা মিয়া, পিতা-আঃ মালেক মিয়া, সাং-চর ধরিকুষ্টিয়া, থানা-কোতোয়ালী ময়মনসিংহ । জিআর গ্রেফতারী পরোয়ানায় গ্রেফতারকৃত হলেন মোঃ রাজন মিয়া, পিতামৃত-সুরুজ মিয়া, সাং-দাপুনিয়া (দাপুনিয়া তালতলা ফুলের দোকানদার সাইফুলের বাড়ী, থানা-কোতোয়ালী, ময়মনসিংহ ও সোহেল, পিতা-করিম, সাং-আদমজী পাটগুদাম রোড, থানা-কোতোয়ালী, ময়মনসিংহ গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।