You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্কঃ গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে দুই দিনব্যাপী চাকরি মেলায় ২৫০ জন বেকারের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। মেলার প্রথম দিন চাকরির আবেদন করে পরের দিনই নিয়োগপত্র হাতে পেয়েছেন তারা। নিয়োগপত্র পেয়ে আনন্দ ও উচ্ছ্বাসে আত্মহারা চাকরিপ্রার্থীরা।
শনিবার (৭ জানুয়ারি) সকালে চাকরি মেলার উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। রোববার (৮ জানুয়ারি) বিকেলে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। গাজীপুর জেলা প্রশাসন শহরের রাজবাড়ী মাঠে দুই দিনব্যাপী এ চাকরি মেলার আয়োজন করে।নিয়োগপত্র পাওয়া গাজীপুরের বাসিন্দা হুমায়রা ইসলাম শৈলী বলেন, দুই মাস আগে হিসাববিজ্ঞান বিষয়ে নিয়ে স্নাতকোত্তর পাস করেছি। একদিন আগে চাকরির জন্য আবেদন করে পরের দিনই বেক্সিমকো টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস কারখানায় এমটিও পদে নিয়োগ পেয়েছি। এভাবে চাকরি পাওয়া ভাগ্যের ব্যাপার।
মেলায় চাকরি পাওয়া স্থানীয় শিরিন শিলা বলেন, ২০১৩ সালে হিসাববিজ্ঞানে মাস্টার্স পাস করে বেকার ছিলাম। অনেক প্রতিষ্ঠানে চাকরির আবেদন করেও চাকরি মিলেনি।
একই কথা বলেন গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকার বাসিন্দা সুমন হাসান। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০১৭ দর্শন বিভাগ থেকে পাস করে বেকার ছিলাম। আজ এ মেলায় চাকরি হয়েছে। এজন্য আমি গাজীপুরের জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। যাতে এভাবে প্রতিবছর চাকরি মেলার আয়োজন করা হয়।মেলার আয়োজক গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, আমাদের গাজীপুরে প্রচুর প্রতিষ্ঠান রয়েছে। চাকরিপ্রার্থী ও চাকরিদাতার মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করার জন্য আমরা এ মেলার আয়োজন করেছি। আজকে এ মেলার মাধ্যমে কোনো তদবির ছাড়াই যোগ্যতা অনুযায়ী অনেকেই সরাসরি চাকরির নিয়োগপত্র পেয়েছেন। আবার অনেককে চাকরি জন্য তালিকাভুক্ত করে রেখেছেন নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো। প্রয়োজনের সময় ওই তালিকা থেকে তারা নিয়োগ দেবেন।
তিনি আরও জানান, মেলায় বেক্সিমকো, স্কয়ার, নেসলে, ওয়ালটন, প্রাণ আরএফএল, বাটাসহ দেশের সেরা ৪০টির মতো প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
জেলা প্রশাসক বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে ১ হাজার ১০০ শূন্য পদের বিপরীতে এ মেলায় এ যাবত ২৫ হাজারের মতো আবেদন জমা পড়েছে। তাদের মধ্য থেকে দ্রুত সময়ে যাচাই-বাছাই করে যোগ্যতা অনুযায়ী ২৫০ জনকে চাকরি দিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। এছাড়া সময়ের স্বল্পতার কারণে বাকি আবেদনকারীদের স্বাক্ষাৎকার ও আবেদন যাচাই-বাছাই করা সম্ভব হয়নি বিধায় নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো তাদের আবেদন নিয়ে গেছেন। পরে আবেদন যাচাই-বাছাই ও সাক্ষাৎকার গ্রহণ করে চাকরি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি আরও জানান, মেলায় বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা তাদের কাজ করার দক্ষতা, অভিজ্ঞতা বিনিময় করেছেন। ক্যারিয়ার বাছাই, জীবনবৃত্তান্ত প্রস্তুতকরণ ও কীভাবে দক্ষতা বৃদ্ধি করা যায় সে বিষয়েও মূল্যবান পরামর্শ প্রদান করা হয়েছে। এছাড়া মেলায় চাকরি ও ব্যবসার জন্য প্রয়োজনীয় তথ্যপ্রযুক্তি ও ভাষাগত দক্ষতা কীভাবে বৃদ্ধি করা যায় ও এর প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করা হয়েছে।
দুই দিনের মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও চাকরিপ্রাপ্তদের মধ্যে পাঁচজনের হাতে নিয়োগপত্র তুলে দেন।