বাবার মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট মেয়ে

বাবার মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট মেয়ে

BMTV Desk No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃময়মনসিংহে বাবার মোটরসাইকেলের পিছনে বসে বাড়ি ফেরার পথে হঠাৎ ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট মেয়ের মৃত্যু হয়েছে। নিহতের নাম তোবা আক্তার (১৬)। তোবা নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার লিটন মিয়ার মেয়ে। এ বছর সে এসএসসি পাস করেছে।

বুধবার (১১ জানুয়ারি) বিকাল ৩টায় নগরীর চাইনামোড় ব্রিজে এই দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, লিটন মিয়া তার মেয়ে তোবাকে নিয়ে মোটরসাইকেলে করে ময়মনসিংহ থেকে কলমাকান্দার দিকে যাচ্ছিলেন। চাইনামোড় ব্রিজে উঠার সময় মোটরসাইকেলের পিছন থেকে তোবা পড়ে যায়। এ সময় পিছন থেকে আসা ট্রাকের নিচে গিয়ে পড়ে তোবা। ঘটনাস্থলে তোবা মারা যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান এই কর্মকর্তা।