গফরগাঁওয়ে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার

গফরগাঁওয়ে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার

January 19, 2023 220 Views

স্টার্ফ রিপোর্টার,ময়মনসিংহ  ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার নিখোঁজের চার দিন পর শ্রাবণ (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার চকপাদরা গ্রামের মজা পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত শ্রাবণ উপজেলার মশাখালী ইউনিয়নের মশাখালী গ্রামের কাঠ ব্যবসায়ী আব্দুল হামিদের ছেলে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মৃত শ্রাবণ ঢাকায় একটি জুতার কারখানায় চাকরি করতেন। মাঝেমধ্যে বাড়িতে আসা-যাওয়া করতেন। গত চার দিন আগে তিনি নিখোঁজ হন। পরে স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। পরে বুধবার বিকেলে লংগাইর ইউনিয়নের চকপাদরা গ্রামের রুহুল আমিনের মজা পুকুরে তার লাশ ভেসে ওঠে। তখন স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। শ্রাবণের পরিবার তার লাশ সনাক্ত করে। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। স্থানীয় ইউপি সদস্য মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘শ্রাবণের লাশ পানিতে ভাসতে দেখে এলাকাবাসী পাগলা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।’ পাগলা থানার অফিসার ইনসার্জ (ওসি) মোহাম্মাদ রাশেদুজ্জামান বলেন, ‘নিহত শ্রাবণ মাদকাসক্ত ছিল। লাশ উদ্ধারের সময় তার হাতে পলিথিনে মোড়ানো গামের কৌটা পাওয়া গেছে। লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

সাম্প্রতিক