You must need to login..!
Description
মতিউল আলম, বিএমটিভি নিউজঃ
মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অর্থায়নে চায়না ব্রিজের পাশে নির্মিত জয়বাংলা চত্বর আজ বেলা ০৩ টায় উদ্বোধন করা হয়েছে ।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, এমপি। প্রতিমন্ত্রী ফোন কলের মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত হয়ে ময়মনসিংহ সিটির প্রতিটি উন্নয়ন কার্যক্রমে মেয়র এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
ময়মনসিংহ সিটি মেয়র মোঃ ইকরামুল হক টিটু সভাপতির বক্তব্যে এই প্রত্যাশা করেন, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে জয়বাংলা স্লোগানের শক্তিতে বলীয়ান হয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনাকে সবার মাঝে ছড়িয়ে যাবে জয় বাংলা চত্বরের মাধ্যমে।
তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধ, জাতির পিতা আর জয় বাংলা স্লোগান পরস্পর অবিচ্ছেদ্য। জয় বাংলা চত্বরের মাধ্যমে মানুষ বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধকে জানতে পারবে এবং হৃদয়ে ধারণ করতে পারবে।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট জহিরুল হক খোকা, সভাপতি, জেলা আওয়ামী লীগ, ময়মনসিংহ, জনাব এহতেশামুল আলম, সভাপতি, মহানগর আওয়ামী লীগ, এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ, ময়মনসিংহ, জনাব মোঃ আমিনুল হক শামীম (সিআইপি), সভাপতি, দি চেম্বার অব কমার্স, ময়মনসিংহ, ইঞ্জিনিয়ার মো. নূরুল আমিন কালাম, সাধারণ সম্পাদক, জেলা নাগরিক আন্দোলন, ময়মনসিংহ।
অনুষ্ঠানের সঞ্চালন করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেনের এবং স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সচিব রাজীব কুমার সরকার। এছাড়া আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, সাবেক জেলা কমান্ডার, ময়মনসিংহ, বীর মুক্তিযোদ্ধা মো আনোয়ার হোসেন, সাবেক জেলা কমান্ডার, ময়মনসিংহ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সাবেক সদর উপজেলা কমান্ডার, ময়মনসিংহ, প্যানেল মেয়র-১ কাউন্সিলর, মো আসিফ হোসেন ডন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কাউন্সিলর মো. কামাল খান এবং কাউন্সিলর, এমদাদুল হক ।
এছাড়া বীর মুক্তিযোদ্ধাগণ, সিটি কর্পোরেশনের কাউন্সিলরগণ, কর্মকর্তা-কর্মচারিগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।