You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার হরণ করেছে। তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। আওয়ামী লীগ মার্কা গণতন্ত্র জনগণ চায় না। সেজন্য দেশ-বিদেশে শুভাকাঙ্ক্ষীরা বাংলাদেশে গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকারের বিষয়ে সোচ্চার।
শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ উত্তর জেলা জাসাস আয়োজিত আলোচনা, দোয়া ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রিন্স।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, তারা অসত্য কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়। গণতন্ত্র, নির্বাচনের বিষয়ে বাংলাদেশের জনগণের যা দাবি, বিদেশিরাও তাই বলছে। তাই বিদেশিদের অজুহাত তুলে জনগণের দাবি-প্রত্যাশাকে পাশ কাটানো যাবে না।
প্রিন্স আরও বলেন, আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক দাবি করলে আন্দোলন আর বিএনপি দাবি করলে ষড়যন্ত্র— এই দ্বিমুখী নীতি আওয়ামী লীগের সুবিধাবাদী রাজনীতির বহিঃপ্রকাশ। বস্তুত ষড়যন্ত্র, চক্রান্ত করে জনগণের ম্যান্ডেট ছাড়াই নিষ্ঠুর দমন নিপীড়ন করে ক্ষমতায় টিকে থাকতে চায় আওয়ামী লীগ। এজন্যই তারা নিজেদের ষড়যন্ত্র আড়াল করতে বিএনপির আন্দোলনকে ষড়যন্ত্র আখ্যায়িত করতে চায়।
জেলা জাসাসের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারদিন রহমান তালহার সঞ্চালনায় হালুয়াঘাট পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, সদস্য মফিজ মফিজ উদ্দিন, আসলাম মিয়া বাবুল, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আবু হাসনাত বদরুল কবির, আলমগীর আলম বিপ্লব প্রমুখ বক্তব্য রাখেন।