You must need to login..!
Description
আঃ খালেক পিভিএম,পাবনা।। নারী জাগরণের অগ্রপথিক দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগমের হাতে এক লক্ষ টাকার চেক হস্তান্তর করেছেন মিতুলী মাহবুব হোসেন।বগুড়ার কৃতি সন্তান মরহুম ডাঃ মোজাফফর হোসেনের কন্যা গুল আফরোজ মাহবুব এর কন্যা মিতুলী মাহবুব হোসেন।তিনি এ টাকা দান করায় টিএমএসএসের আওতাধীন পরিচালিত টিএমএসএস রিলেজিয়াস কমপ্লেক্স ভুক্ত ইয়াতিম,প্রতিবন্ধী ও প্রবীণদের ইন্ডোমেন্ট তহবিল স্বাবলম্বী হবে।এর ফলে মিতুলী মাহবুব হোসেন এর নাম কমপ্লেক্সস্থ ডোনার বোডে শোভা পাবে।এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনায় মিতুলী মাহবুব হোসেন বলেন,মিতুলী ফ্যামিলি ট্রাস্টের সহায়তায় টিমএসএসের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার অসহায় ও সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করা হচ্ছে।তিনি বলেন বগুড়া এলাকায় সম্প্রতি শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।মিতুলী ফ্যামিলী ট্রাষ্টের মুখ্য ট্রাস্টি ও টিএমএসএস’র আজীবন সদস্য মিতুলী মাহবুব খাদ্য সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ করেন।তিনি আরো বলেন আগামীতে আরো অনেক,অনেক মানবিক কর্মসূচির পরিকল্পনা প্রনয়ণ ও বাস্তবায়ন করা হবে। টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম সভায় বক্তব্য দেন।তিনি উপস্থিত সবাই কে শুভেচ্ছা ও শুভকামনা জানান।তিনি বলেন মিতুলী ফ্যামিলী ট্রাষ্ট সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছে।তিনি বলেন টিএমএসএস তাদের বিভিন্ন সামাজিক কাজে সহায়তা করছে।তিনি বলেন ট্রাষ্টের এমন উদ্যোগ সত্যিকার অর্থে প্রশংসার দাবি রাখে।তিনি মিতুলী ট্রাস্টের এ সকল কার্যক্রমের জন্য সকল ট্রাষ্টির সদস্যদের প্রতি ধন্যবাদ জানান।তিনি সমাজের অসহায় মানুষের মধ্যে বিভিন্ন সহায়তা প্রদান করার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান।মিতুলী ফ্যামিলি ট্রাস্ট মানবকল্যাণ, স্বাস্থ্য, শিক্ষা, অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন পর্যায়ে সহায়তা এক লক্ষ টাকার চেক প্রদান করে সামাজিক অবদান রাখতে সহায়তা করায় টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম মিতুলী মাহবুব হোসেন ও তাঁর পরিবারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।এ সময় টিএমএসএসের উপদেষ্টা আয়শা বেগম,মিতুলী মাহবুব ট্রাষ্টের সদস্য,নিবাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।