You must need to login..!
Description
ফুলবাড়ীয়া প্রতিনিধিঃ ময়মমসিংহের ফুলবাড়ীয়ায় জমি সংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খলিলুর রহমান ( ৩৪) খুন হয়েছে।
পুলিশ ও স্থানীয়বাসী জানায়, বেশ কিছুদিন যাবত দুই ভাইয়ের মাঝে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার (১৬ ডিসেম্বর) রাধাকানাই ইউনিয়নের টুক্কির পাড় নামক এলাকায় ছোট ভাইয়ের গোহাইল ঘরের ভিটির মাটি কেটে বড় ভাই আজহারুল ইসলাম ওরফে খোকন ( ৩৬) তার নিজ বাড়িতে নিয়ে যায়। এ ঘটনায় ছোট ভাই বড় ভাইকে মাটি কেটে নেয়ার কথা জিজ্ঞেস করলে দুই ভাইয়ে মাঝে তর্ক বিতর্ক শুরু হয়। তর্কবিতর্কের এক পর্যায়ে বড় ভাই গাছের কাটা ডাল দিয়ে ছোট ভাই খলিলের মাথায় আঘাত করে। আঘাতে গুরুতর আহত ছোট ভাইকে ঐ দিন দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মচিমহা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে ছোট ভাই মারা যায়। এ ঘটনায় রাতে ফুলবাড়িয়া থানায় নিহতের স্ত্রী বাদি হয়ে হত্যা মামলা দায়ের করলে মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল মান্নান মামলার আসামী বড় ভাই আজহারুল ইসলাম ওরফে খোকন ( ৩৬) কে রাতেই গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী টুক্কির পাড় গ্রামের আব্দুল আজিজের পুত্র।
ফুলবাড়ীয়া থানার ওসি আজিজুর রহমান বলেন, মামলা হওয়ার সাথে সাথে তদন্ত কর্মকর্তাকে আসামী গ্রেফতারের নির্দেশ দিলে রাতেই অভিযান চালিয়ে বড় ভাই খোকনকে গ্রেফতার করে। বৃহস্পতিবার গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।
আশার আলো সমাজ উন্নয়ন যুব সংঘের বিজয় দিবস উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলা
ফুলবাড়ীয়া প্রতিনিধিঃ উপজেলার পানজানা পালোয়ান মার্কেট “আশার আলো সমাজ উন্নয়ন যুব সংঘের” উদ্যোগে বিজয় দিবস উপলেক্ষে ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয়েছে। ফাইনাল খেলায় প্রধান অতিথি পুটিজানা ইউনিয়নের চেয়ারম্যান ময়েজ উদ্দিন তরফদার উদ্ভোধন করেন। প্রধান অতিথি তার বক্তব্যে যুবসমাজকে উদ্যোশে করে বলেন, করোনা মহামারি সময়ে সকলেই মাক্স ব্যবহার করবে ও সকলকে মাক্স ব্যাবহারে সচেতনেতা বৃদ্ধি করতে হবে। মাদক মুক্ত সমাজ গড়তে হবে আমি তোমাদের পাশে আছি থাকবো। পানজানা স্পোটিং কাবকে বিজয়ী ঘোষনা করা হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে ইউপি চেয়ারম্যান ময়েজ উদ্দিন তরফদার ক্রেষ্ট তুলে দেন। আশার আলো সমাজ উন্নয়ন যুব সংঘের সভাপতি এজিএম ফাহাদ,শহিদুল ইসলাম, যুব সংঘের সকল সদস্যবৃন্দ।##