আড়াই হাজার বস্তা ভারতীয় চিনিসহ গ্রেফতার ২

আড়াই হাজার বস্তা ভারতীয় চিনিসহ গ্রেফতার ২

BMTV Desk No Comments

স্টাফ রিপোটার, 
নেত্রকোনার সদর থানা রাজুর বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ৪৮৫ কেজি ভারতীয় চিনিসহ ০২ জন চোরাকারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, ময়মনসিংহ। আজ র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব-১৪ অধিনায়কের নির্দের্শে গত ২৪ জানুয়ারি বিকাল সাড়ে ৪টায় র‌্যাব-১৪ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা জেলার সদর থানার রাজুর বাজার এলাকায় পাকা রাস্তার উপর তল্লাশী চৌকি স্থাপন করে পিকআপ তল্লাশী কালে সন্দিগ্ধ পিকআপের ভিতরে থাকা আসামী গৌরীপুর থানার পরীশাহাটি মুনকির মিয়া (২৭) এবং নেত্রকোনা সদর, জাহাঙ্গীরপুর গোবিন্দ (৩২)কে আটক করে। ধৃত আসামীদের দখলে থাকা ট্রাক হতে ২,৪৮৫ কেজি ভারতীয় চিনি ও একটি পিকআপ উদ্ধার করত জব্দ করে।

গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধান করে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে চোরাই পথে বিদেশী পণ্য শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে এনে নিজ হেফাজতে রেখে বিক্রয় করে আসছিলো। শুল্ক ফাঁকি দিয়ে বিদেশী পণ্য আমদানি এর বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ধৃত আসামীদ্বয়কে নেত্রকোনা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে ।