ফুলবাড়ীয়ায় ভিন্ন রকম হালখাতা ও দোয়া

ফুলবাড়ীয়ায় ভিন্ন রকম হালখাতা ও দোয়া

BMTV Desk No Comments

ফুলবাড়ীয়া প্রতিনিধি : গতকাল বুধবার ময়মনসিংহের ফুলবাড়িয়া মেইন রোডস্থ পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন নাঈম স্টিল এন্ড ইঞ্জি. ওয়ার্কশপ ও আলী গ্লাস হাউজে এক ভিন্ন রকম হালখাতার আয়োজন করা হয়। এ উপলক্ষে সকাল ১০ টায় স্থানীয় শীর্ষস্থানীয় আলেমগণ সংক্ষিপ্ত বয়ান এবং দোয়ায় অংশ নেন। ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী মো. শাহজান নূরী দীর্ঘদিন যাবত এ ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। তিনি ইসলামী শরীয়ত মোতাবেক হালখাতা অনুষ্ঠানের জন্য পরিকল্পনা করেন। হালখাতা শুরুতে আয়োজিত বয়ান করেন ভালুকজান বাহরুল উলুম মাদ্রাসার মুহতামিম আবু হানীফা নোমানী, বাইতুল হাবীব মাদ্রাসার মুহতামিম মুফতি মাও. আ. কাদির, দারুল উলুম ফুলবাড়িয়ার মুহতামিম মাও. মোবারক আলী, মাও. সালাহ উদ্দিন প্রমুখ।
হালখাতায় অংশ নিয়ে ব্যবসায়ী আ. মান্নান জানান, এর আগে এরকম হালখাতার আয়োজন দেখিনি। বাকী দেওয়া ও আদায় নিয়ে ইসলামে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে আজকেই জানলাম। গতানুগাতিক হালখাতার চেয়ে ভিন্ন হালখাতায় অংশ নিতে পেরে আমরা অনেক খুশি।