You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে মোট ১৭ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।
এসআই(নিঃ) মনিতোষ কুমার এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার কৃষ্টপুর সাকিনস্থ আলিয়া মাদ্রাসার গেইটের সম্মূখে পাকা রাস্তার পার্শ্বে হতে ০১জন মাদক ব্যবসায়ী তাসলিমা আক্তার লিমা (২৭), স্বামী-পরাগ মিয়া, পিতা-আঃসামাদ, সাং-ভরাডোবা বনকোয়া, থানা-ভালুকা, এপি/সাং-কৃষ্টপুর আলীয়া মাদ্রাসা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে একটি বাজার করার প্লাষ্টিকের ব্যাগের ভিতর সাদা পলিথিনে খাকী কস্টেপ দ্বারা মোড়ানো ০২(দুই)পুটলা গাঁজা, যাহার ওজন ০২(দুই)কেজি উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) উমর ফারুক এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার অন্তগর্ত সুহিলা পশ্চিম পাড়াস্থ রফিকের ইটের ভাটাগামী রোডের মুখে এমদাদুল হকের মনিহারী দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে ০৪জন মাদক ব্যবসায়ী তারিকুল ইসলাম তারেক (২৫), পিতা-নজরুল ইসলাম, সাং-সুহিলা, মোঃ সবুজ মিয়া (২৮), পিতা-মোঃ শাহা আলম, সাং-আকুয়া চুকাইতলা, বড়বাড়ী, জাহিদুল ইসলাম (২০), পিতা- আবু তাহের, সাং-সুহিলা, মাফিজুল ইসলাম রিয়াদ (২০), পিতা-মোঃ ইউসুফ আলী, সাং-সুহিলা, সর্বথানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদের গ্রেফতার করা হয় এবং আসামীদের নিকট হতে স্বচ্ছ পলিব্যাগ দ্ধারা মোড়ানো ০৭ (সাত) পুরিয়া হেরোইন, যাহার ওজন প্রত্যেক পুরিয়া পলিব্যাগসহ ০১ (এক) গ্রাম করিয়া সর্বমোট ০৭ (সাত) গ্রাম, যার প্রতি গ্রাম হেরোইনের মূল্য অনুমান ১০,০০০ (দশ হাজার) টাকা করিয়া সর্বমোট মূল্য (৭x ১০,০০০)=৭০,০০০/-(সত্তর হাজার) টাকা উদ্ধার করা হয়।
এসআই(নিঃ)অসীম কুমার দাস এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার পাটগুদাম ব্রীজমোড়স্থ’ ট্রাফিক বক্সের উত্তর দিকের পাবলিক টয়লেটের পূর্ব পাশে কাচা রাস্তার উপর হতে ০১জন মাদক ব্যবসায়ী শরীফ আহম্মদ আরিফ (২৫), পিতা-মোঃ বাবুল আহম্মদ, সাং-পাটগুদাম, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং আসামীর নিকট হতে ৯৮ (আটানব্বই) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, যার মধ্যে ১৫ (পনের) পিস লালচে রংয়ের এবং ৮৩ (তিরাশি) পিস হালকা কমলা রংয়ের, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের ওজন (৯৮x০.১)=৯.৮ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য (৩০০x৯৮)=২৯,৪০০/- (ঊনত্রিশ হাজার চারশত) টাকা উদ্ধার করা হয়।
এসআই(নিঃ)আরিফুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার জয়বাংলা চত্বর হতে চুরি মামলায় আসামী কাজল মিয়া(২৫), পিতা-সমেদ মিয়া, সাং-চক শ্যামরামপুর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এএসআই(নিঃ) শামীমুল হাসান সংগীয় অফিসার-ফোর্স সহ একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার আকুয়া বাইপাস মোড় সরকারী পাকা রাস্তার উপর হতে অন্যান্য মামলায় আসামী শ্যামল মিয়া (২৫), পিতা-আলম মিয়া, সজল মিয়া (২৭), পিতামৃতঃ দুলাল মিয়া, সাজু হাসান(২২), পিতা-আলম মিয়া, সর্ব সাং-আকুয়া মোড়লপাড়া, থানা-কোতোয়ালী জেলা- ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।
এএসআই(নিঃ) নুর ইসলাম সংগীয় অফিসার-ফোর্স সহ একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার রহমতপুর বাইপাস মোড় সরকারী পাকা রাস্তার উপর হতে অন্যান্য মামলায় আসামী আব্দুল লতিফ (৩৫), পিতা-মৃতঃ আঃ জব্বার, মোনায়েম হোসেন (৩৫), পিতা-মোঃ জামাল উদ্দিন, উভয় সাং-বাঘেরকান্দা, ৩। মহিদুল ইসলাম (২৫), পিতা-বিল্লাল হোসেন, সাং-গোহাইলকান্দি, সর্ব থানা-কোতোয়ালী জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।
এএসআই(নিঃ) মিজানুর রহমান সংগীয় অফিসার-ফোর্স সহ একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার পাটগুদাম ব্রীজ মোড় সরকারী পাকা রাস্তার উপর হতে অন্যান্য মামলায় আসামী আবুল কালাম (৪০), পিতামৃতঃ মোস্তফা খান, সাং-মাসকান্দা শান্তিনগর, থানা-কোতোয়ালী জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) কামরুল ইসলাম সংগীয় অফিসার-ফোর্স সহ একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার আলীয়া মাদ্রাসার সামনে সরকারী পাকা রাস্তার উপর হতে অন্যান্য মামলায় আসামী ১। শিপন (১৯), পিতা-মজিবর রহমান, সাং-পাটগুদাম দুলদুল ক্যাম্প, থানা-কোতোয়ালী জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
ইহা ছাড়াও এসআই(নিঃ) তাইজুল ইসলাম ও এএসআই মোজাম্মেল হক থানা এলাকায় পৃথক পৃথক অভিযান করিয়া ০২টি জিআর বডি তামিল করেন।
জিআর গ্রেফতারী পরোয়ানায় আঃ মালেক, পিতা-মোঃ করম আলী, সাং-চর ভবানীপুর কোনাপাড়া, থানা-কোতোয়ালী, ময়মনসিংহ আঃ খালেক, পিতা-মোঃ করম আলী, সাং-চর ভবানীপুর কোনাপাড়া, থানা-কোতোয়ালী, ময়মনসিংহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।