You must need to login..!
Description
আঃ খালেক পিভিএম,পাবনা।। উত্তর জনপদের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের আওতাধীন পরিচালিত বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ কর্তৃক আয়োজিত টিমসি ডে এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডাঃ শারফুদ্দিন আহমেদ এ্যালামনাইদের উদ্দেশ্য বলেন,টিএমসি’র এ্যালামনাই আগামীতে বহুমুখী অবদান রাখার পাশাপাশি তারা দেশ-বিদেশে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে নিজ কলেজ ও দেশের পরিচিতি তুলে ধরবে।তিনি আরো বলেন,মাননীয় প্রধানমন্ত্রী আহবান জানিয়েছেন এ্যালামনাই দিয়ে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কিভাবে গড়ে তোলা যায়।এ বিষয়ে বলতে গিয়ে তিনি তাদের জন্য একটি অফিস গড়ে দেয়া আবশ্যক মনে করেন।তিনি বলেন,দেশে বে-সরকারি মেডিকেল কলেজের মধ্যে টিএমএসএস মেডিকেল কলেজ পোস্ট গ্রাজুয়েট কোর্স শুরু করে ডাক্তারদের উন্নতর শিক্ষা প্রদানের মাধ্যমে দেশের মেডিকেল শিক্ষার সংকট দূর করতে অবদান রাখছে।তিনি বলেন, টিএমএসএস মেডিকেল কলেজে এমফিল খোলার জন্য যে যোগ্যতা প্রয়োজন সে উপযোগিতা এ কলেজের আছে।তিনি দেশের স্বাস্থ্য সংকটে অবদান রাখায় এগিয়ে আসার জন্য টিএমএসএস মেডিকেলের প্রতি আহবান জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম।তিনি উপস্থিত সকল কে শুভেচ্ছা ও শুভকামনা জানান।তিনি বলেন, টিএমএসএস মেডিকেল কলেজ ২০০৮ সালে যাত্রা শুরু করে ১৪টি ব্যাচে সাড়ে আটশত এর বেশি শিক্ষার্থী মেডিকেল গ্রাজুয়েট হয়ে দেশে-বিদেশে স্বাস্থ্য সেবায় অবদান রাখছে।এসব শিক্ষার্থীদের অংশ গ্রহণে দু,দিন ব্যাপী টিএমসি ডে উদযাপিত হচ্ছে।অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম আরো বলেন,দেশ-বিদেশে বিভিন্ন কলেজের এ্যালামনাই এ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ অবদান রাখে।তিনি বলেন,টিএমএসএস দেশব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ডসহ স্বাস্থ্য সেক্টরে কার্যক্রম পরিচালনা করছে।সারা দেশে ছড়িয়ে থাকা এসব ডাক্তারগণ বিভিন্ন ভাবে এ সংস্থার মাধ্যমে দেশের জনগণের সেবা করতে পারবে।অপর বিশেষ অতিথি পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’র উপাচার্য প্রফেসর ডাঃ মোঃ মোজাফফর হোসেন, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ রেজাউল আলম জুয়েল, টিএমএসএস’র স্বাস্থ্য সেক্টরের নির্বাহী পরামর্শক অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল ও টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান প্রমুখ বক্তব্য দেন।অন্যদের মধ্যে ডাঃ শহিদুল ইসলাম, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ডাঃ শাফানুর রহমান শান্ত ও ডাঃ শাবনাজ মুস্তারী মুন্নি প্রমুখ বক্তব্য দেন।প্রধান অতিথি কেক কেটে টিএমসি ডে’র উদযাপনের সূচনা করেন।এ উপলক্ষ্যে সকাল ৯টায় বগুড়া শহরের সাতমাথায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।এতে টিএমএসএস মেডিকেল কলেজ শিক্ষক,শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেয়।এসময় ব্যান্ডপার্টির তালে তালে নেচে গেয়ে পুরো শহর মাতিয়ে তোলেন।শোভাযাত্রা শেষে মন-ইন কনভেনশন হলে উদ্বোধনী অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে টিএমএসএস মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের অংশ গ্রহণে টিএমসি ডে এর বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।টিএমএসএস মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের এ্যালামনাই এ্যাসোসিয়েশন আয়োজনে প্রথম এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা করেন ডাঃ প্রতীক মানী ও ডাঃ প্রিয়াঙ্কা কুন্ডু।এ সময় টিএমএসএস মেডিকেল কলেজের শিক্ষক,নতুন, পুরাতন শিক্ষার্থী,শিক্ষার্থী অভিভাবক, টিএমএসএস উপদেষ্টা, পরিচালকবৃন্দ, সেক্টর ও ডোমেইন প্রধান,নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান,মোঃ আঃ হান্নান,বিভিন্ন কর্মকর্তা,কর্মচারী, নানা শ্রেণি পেশার প্রতিনিধি, এনজিও কর্মী ,রাজনৈতিক নেতৃবৃন্দ, বহুগন্যমান্য ব্যক্তিবর্গ, এলাকাবাসী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।