ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত সহ গ্রেফতার ১৫

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ভিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত সহ ১৫ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত আসামিদেরকে গ্রেফতারের মাধ্যমে চলমান মামলার কার্যক্রম দ্রুততম সময়ে শেষ করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় পৃথকভাবে ১৫ জনকে গ্রেফতার করেছে।
এসআই(নিঃ)মোঃ হারুনুর রশিদ এর নেতৃত্বে একটি টীম অভিযান চালি্য়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার চুরখাই পাঁচ রাস্তার মোড়স্থ ফাহাদ মটরস এর সামনে পাকা রাস্তার উপর হতে বিশেষ ক্ষমতা আইনের আসামী ফরহাদ শেখ ওরফে শিশির(২৪) পিতা-মোঃ আবুল কাসেম সাং-শ্যামগঞ্জ কালীবাড়ী উপজেলা/থানা- মাদারগঞ্জ জেলা –জামালপুর,এপি/সাং-উত্তর বিলাশপুর উপজেলা/থানা- জয়দেবপুর জেলা –গাজীপুরকে গ্রেফতার করা হয় এবং বিদেশী মদ ভারত হতে অবৈধ উপায়ে বাংলাদেশে আমদানী করিয়া ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধ উদ্ধার একটি লাল ও কালো রংয়ের ব্যাগের ভিতর রক্ষিত ০৭ (সাত) টি কাচেঁর ইনটেক কর্কযুক্ত ROYAL STAG বিদেশী মদ, যার প্রতিটির গায়ে লেবেলে ইংরেজিতে ROYAL STAG BLENDED WHISKY 750 ml, MADE IN INDIA লেখাসহ অন্যান্য লেখা বিদ্যমান। যার আনুমানিক বাজার মূল্য ৭,০০০/- (সাত হাজার) টাকা এবং বিদেশী মদ বিক্রিত বাংলাদেশি টাকার বিভিন্ন প্রকার নোটের নগদ- ১৬ হাজার ২শত- টাকা উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) সাইদুর রহমান এর নেতৃত্বে একটি টীম অভিযান চালি্য়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার রামবাবু রোডস্থ জব্বার আলী কমপ্লেক্স এর ভাইয়া ডিজিটাল কম্পিউটার নামক দোকানের ভিতরে হইতে জালজালিয়া মামলার আসামী জয় চন্দ্র দাস (২১), পিতা-আরাধন চন্দ্র দাস, সাং-কালীবাড়ী, ০৯নং ওয়ার্ড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তার নিকট হইতে SECONDARY SCHOOL CERTIFICATE EXAMINATION, 2015 This is to certify that Md. Hanif, Son of Md. Nurul Islam, and Mrs Fulbanu Begum, of Litu Model School, bearing Roll no-654888, G.P.A 4.00, hvi Serial No DBSC 6348262, Registration No-1310479580/2013, 2| HIGHER SECONDARY CERTIFICATE EXAMINATION, 2016 This is to certify that Md. Shajib Ahmed, Son of Md. Shohidul Islam, and Mst Tahera Begum, of Nasirabad College, bearing Roll no-403985, G.P.A 3.70, hvi Serial No H 5051725, Registration No-1110185722/2014, 3| SECONDARY SCHOOL CERTIFICATE (Vocational) EXAMINATION, 2005 This is to certify that Md. Masudul Alam Jony, Son of Md. Abdus Sobhan, and Mst Sultana Rajia, of Mrityurioy School Mymensingh, bearing Roll no- 163781, G.P.A 3.09, hvi Serial No 0642583, Registration No-818477, Session 2005, ৪। একটি কালো রংয়ের ASUS কোম্পানীর সিপিইউ, যাহার গায়ে Win Tech লেখা আছে, যার ভেতরে একটি হার্ডডিক্স সংযুক্ত, যাহার উপর ইংরেজীতে Western Digital 500 GB, S/N : WCAYUH202250 লেখাসহ অন্যান্য লেখা বিদ্যমান, ৫। একটি সিলভার রংয়ের hp কোম্পানীর ১৭ ইঞ্চি মনিটর, যাহার মডেল নং- HP L1710, ৬। একটিকালো রংয়ের canon স্ক্যানার, ৭। একটি কালো রংয়ের brother কোম্পানীর প্রিন্টার, যার মডেল নং DCP- T420W, ৮। একটি A4TECH কোম্পানীর কী-বোর্ড, ৯। একটি কালো রংয়ের মাউস, ১০। কম্পিউটার সংযোগর স্থাপনের জন্য ০৬(ছয়)টি ক্যাবল উদ্ধার করা হয়।

এসআই(নিঃ) মাসুদ জামালী এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চরপাড়া মোড় এলাকা হইতে দস্যুতার চেষ্টা মামলার আসামী ১। মাহফুজুর রহমান লিটন (৩৫), পিতা-দানা মিয়া, সাং-বাকৃবি শেষ মোড়,  মোঃ মানিক মিয়া (৫০), পিতামৃত-মোবাখখর ইসলাম, সাং-সেহড়া ডিবি রোড, উভয় থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) ফারুক আহমেদ এর নেতৃত্বে একটি টীম অভিযান চালি্য়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার গাঙ্গীনারপাড় এলাকা হইতে অন্যান্য মামলার আসামী ১। শফিকুল ইসলাম (৩২), পিতা- নুরল ইসলাম, মাতা-আম্বিয়া খাতুন, সাং-৪৭নং ভাটিকাশর,২। মোঃ হারুন (৪৫), পিতা-আকবর আলী, মাতামৃত-আনোয়ারা খাতুন, সাং-ভাটিকাশর বাইলেন, উভয় থানা- কোতায়ালী জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এএসআই(নিঃ) সোহেল রানা এর নেতৃত্বে একটি টীমঅভিযান চালি্য়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার আকুয়া জেলা সমাজ সেবা কার্যালয়ের সামনে সরকারী পাকা রাস্তার উপর হতে অন্যান্য মামলার আসামী ফজলুল মিয়া (৪৮), পিতামৃত-আঃ হামিদ, সাং-সেহাড় চামড়া গুদাম ধোপাখোলা, তারা মিয়া (৫২), পিতামৃত-আমির হোসেন, সাং-আকুয়া ওয়াপদা গেইট, সজিব (২০), পিতামৃত-নজরুল ইসলাম, সাং-গন্দ্রপা বড়বাড়ী, সর্ব থানা- কোতায়ালী, ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
ইহা ছাড়াও এসআই(নিঃ) আশিকুল হাসান, মাসুদ জামালী, আনোয়ার হোসেন-২, এএসআই(নিঃ) মাসুম রানা, বিল্লাল হোসেন প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ০৫টি জিআর ও ০১টি জিআর সাজা বড়ি তামিল করেন।

জিআর গ্রেফতারী পরোয়ানায় ০৫জন রুবেল হাসান শামীম, পিতা-নাজিরুল হক ওরফে সেন্টু, সাং-কলেজ রোড, আঃ মান্নান, পিতা-মোঃ হালিম, সাং-দিঘারকান্দা, মোশারফ হোসেন ওরফে মুছা(২৩), পিতামৃত-মাইন উদ্দিন বেপারী, সাং-চর গোবিন্দপুর রুবেল হাসান শামীম (২৮), পিতামৃত-নাজিরুল হক সেন্টু. সাং-কাচিঝুলি সমজিদ রোড, ৮০/খ, হামিদ উদ্দিন উদ্দিন রোড, কাচিঝুলি, ওয়ার্ড নং-০৩, কাশেম (৩৫), পিতামৃত-বেলাল বেপারী ওরফে মোজাফফর, সাং-চর গোবিন্দপুর (চরগোবিন্দপুর), সকলেই-ময়মনসিংহ কোতোয়ালীর।জিআর সাজা প্রাপ্ত কোতোয়ালীর চর গোবিন্দপুর মোশারফ হোসেন ওরফে মুছা(২৩) গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রয়েছে।গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার