বর্তমান সরকার জনগণের পকেট কাটা সরকার-ময়মনসিংহে সৈয়দ প্রিন্স

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ  বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বর্তমান সরকারকে জনগণের পকেট কাটা সরকার হিসেবে আখ্যায়িত করে বলেছেন,পকেট কাটা সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না।
১৯ দিনের মাথায় বিদ্যুতের দাম আবারও বৃদ্ধি করে জনগণের পকেট কাটছে। বিদ্যুৎ,গ্যাসসহ,নিত্য প্রয়োজনীয় দ্রব্যেমূল্য বৃদ্ধি করে গণ বিরোধী সরকার জনগণের ওপর যে বোঝা চাপিয়ে দিয়েছে, তাতে চরম দুর্ভোগে থাকা জনগণ যার পর নাই,এমন দিশেহারা হয়ে পরেছে। সরকার ও তার অনুগতদের দুর্নীতি ,লুটপাটের খেশারত দিতে হচ্ছে জনগণকে । তিনি আবিলম্বে বিদ্যুতের দাম কমানোর দাবি জানান এবং ৪ ফেব্রুয়ারি বিভাগীয় সমাবেশ সফল করে বিদ্যুতের দাম বৃদ্ধি প্রতিবাদ জানাতে জনসাধারণের প্রতি আহ্বান জানান।
এমরান সালেহ প্রিন্স আজ সকালে কেন্দ্রীয় ,জেলা,মহানগর নেতৃবৃন্দসহ ময়মনসিংহের বিভাগীয় সমাবেশের স্থান পলিটেকনিক ইনস্টিটিউট মাঠ পরিদর্শন শেষে প্রচার মিছিল, লিফলেট বিতরন করে চরপাড়া মোড়ে পথসভায় বক্তব্য রাখছিলেন ।


পথসভায় এমরান সালেহ প্রিন্স বলেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচন চায় না, আজ বিভিন্ন উপ নির্বাচনে ভোটাররা ভোটকেন্দ্রে উপস্থিত না হয়ে প্রত্যাখানের মাধ্যমে জনগণ আবারও তা জানান দিয়েছে ।সরকার ভোটাধিকার কেড়ে নিয়ে দেশের মালিকানা কেড়ে নিয়েছে। এই সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ ,সুষ্ঠু ,গ্রহনযোগ্য হতে পারে না।
দেশে-বিদেশে কেথাও এই সরকারের বিশ্বাস যোগ্যতা, গ্রহনযোগ্যতা নাই। দেশের মালিকানা জনগণের কাছে ফেরত দিতে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সর্বাত্মক সফল করতে তিনি নেতাকর্মী ,সমর্থক, শুভানূধ্যায়ী ও জনসাধারণের প্রতি আহ্বান জানান ।
মাঠ পরিদর্শন ,প্রচারপত্র বিতরণ ,প্রচার মিছিলে অন্যান্যের মধ্যে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এ্যাড.ওয়ারেস আলী মামুন, শরীফুল আলম, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা.মাহবুবুর রহমান লিটন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, আলমগীর মাহমুদ আলম, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ আমজাদ ফারজানা রহমান হোসনা, শামিম আজাদ,মাহবুবুল আলম, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুব দলের সভাপতি রোকনুজ্জামান রোকন, জেলা ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান রানা, মহানগর ছাত্র দলের সভাপতি নাইমুল করিম লুইন, তানভির আহমেদ রবিন প্রমুখ উপস্থিত ছিলেন ।
এছাড়াও নেতৃবৃন্দ আজ দুপুরে ময়মনসিংহ ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি, উত্তর জেলা ছাত্রদল, সন্ধ্যায় কোতোয়ালি থানা বিএনপির প্রস্তুতিসভায় যোগ দিয়ে ৪ ফেব্রুয়ারি ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল করে গণতন্ত্র পুনরুদ্ধারেরর আনদোলন জোরদার করার আহ্বান জানান ।