স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধ এবং আদালতের পরোয়ানা ভুক্ত অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।
এর মাঝে এসআই মোঃ আশিকুল হাসানের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে কেওয়াটখালী রেলব্রীজ সংলগ্ন তিন রাস্তার মোড় থেকে মাদক মামলার আসামী মোঃ হায়দার ওরফে হাইদু, বাবু, মোঃ এমদাদুল হক, মোঃ বাবু, বিজয় দেকে ২০ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করে। এসআই হারুনুর রশিদের নেতৃত্বে একটি টীম বোররচর এলাকা থেকে হত্যা মামলার আসামী রাজীব, এসআই সোহেল রানার নেতৃত্বে একটি টীম সানকিপাড়া এলাকা থেকে মারামারি মামলার আসামী হাসানুর রহমান পলাশ, এসআই নিরুপম নাগের নেতৃত্বে একটি টীম টাউনহল মোড়৷ থেকে অন্যান্য মামলার আসামী মোঃ মোশাহেদুল রহমান শহিদ, মোঃ হেলাল, মনির হোসেন, মোঃ শাহিন আলম, টিটু সরকার, মোঃ কামাল উদ্দিন, লিমন, মোঃ হেলাল, মোঃ মামুন, উজ্জল বিন, মোঃ শফিকুল ইসলাম ও দয়ালকে গ্রেফতার করে।
এছাড়া এএসআই চাঁন মিয়া, নুরুজ্জামান পৃথক অভিযানে আদালতের পরোয়ানা ভুক্ত আরো দুইজনকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ ওমর ফারুক ও মোঃ ছমির উদ্দিন। গ্রেফতারকৃতদেরকে বুধবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।