You must need to login..!
Description
রাঃ বিঃ থেকে আঃ খালেক পিভিএম।।
রাজশাহী বিশ্ববিদ্যালয় মাষ্টারস এসোসিয়েশন (আরইউএমএ) এর বার্ষিক সাধারণ সভা শেষে আগামী ২ বছরের জন্য এ সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়েছে।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে ৪ ফেব্রুয়ারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন কমিটি গঠন করা হয়।রাজশাহী বিশ্ববিদ্যালয় মাষ্টারস এসোসিয়েশনের বিগত সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. ইসমাইল হোসেন এর সভাপতিত্বে নতুন কমিটি গঠনে সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২ বছরের জন্য প্রফেসর ড. ইসমাইল হোসেন কে আরইউএমএ এর পূনরায় সভাপতি, ভূতত্ত্ব ও খনি বিদ্যা বিভাগের ৯৪ সালে মাষ্টারস পাসকৃত শিক্ষার্থী রাজশাহী চেম্বারের সহ সভাপতি সুলতান মাহমুদ সুমনকে সাধারন সম্পাদক করা হয়। এছাড়া বাংলা বিভাগের শিক্ষার্থী মোঃ কামরুজ্জামানকে কোষাধক্ষ ও গনিত বিভাগের শিক্ষার্থী মোঃ আসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট্য নতুন সাধারন কমিটি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় গঠন করা হয়। পরে এ উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে আগতদের স্মৃতি চারন ও বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা অনুষ্ঠিত হয়।২ দিন ব্যাপী এ অনুষ্ঠানের প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য দেন আইউএমএ এর সাধারণ সম্পাদক ও ভূতত্ব ও খনি বিদ্যা বিভাগের ৯৪ সালে মাষ্টারস পাসকৃত শিক্ষার্থী সুলতান মাহমুদ সুমন।তিনি বিগত সময়ে এ সংগঠনের দায়িত্ব পালন কালে তাঁকে সহায়তা প্রদান করার জন্য অনুষ্ঠানে উপস্থিত সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে নতুন কমিটি গঠন পরবর্তী সকলের মধ্যে পরিচয় পর্বের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালীন সময়ের স্মৃতি চারনমূলক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আরইউএমএ অনুষ্ঠানে ১৯৯৪ সালের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।এ সময় সারা দেশ থেকে আগত ৯৪ সালের রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাষ্টারস পাস করা সকল বিষয়ের শিক্ষার্থীরা ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেয়।এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,সাধারণ শিক্ষার্থী,রাজনৈতিক নেতৃবৃন্দ,বহুগন্যমান্য ব্যক্তিবর্গ,বিভিন্ন পেশাজীবি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।এ অনুষ্ঠানে আগত ১৯৯৪ সালের মাষ্টারস পাস করা ভূতত্ব ও খনি বিদ্যা বিভাগের শিক্ষার্থী মোহাঃ জয়নাল আবেদীন ও পাবনা থেকে আগত শিক্ষার্থী মোছাঃ রোজিনা খাতুন তাঁদের প্রতিক্রিয়ায় জানান,এমন অনুষ্ঠানটির আয়োজন সত্যিকার অর্থে প্রশংসার দাবি রাখে।তাঁরা নিজেরা ও তাঁদের পরিবারের সকল সদস্যকে নিয়ে এ অনুষ্ঠানে যোগদান করতে পেরে নিজেদের গর্বিত মনে করেছেন।তাঁরা এমন সুন্দর অনুষ্ঠানের আয়োজনকারী ও সহায়তা করার জন্য সকলের প্রতি ধন্যবাদ জানান।উল্লেখ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ অনুষ্ঠানটি গত ৩ বছর আগে শুরু হয়ে এছরও অনুষ্ঠিত হলো।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৯৪ সালের পাসকৃত আরইউএমএ এর আজীবন সদস্য সংখ্যা ১২২ জন ও সাধারন সদস্য ৮ শতাধিক।অনুষ্ঠানের আয়োজনকারী সংগঠনের নতুন সভাপতি প্রফেসর ড.ইসমাইল হোসেন ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সুমন তাঁদের কে পূনরায় এ পদে বীনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত করায় অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি আগামীতে আরো বড় পরিসরে অনুষ্ঠানের আয়োজন ও নানা কর্মপরিকল্পনা করা হবে বলে তাঁরা আশা করেন।তাঁরা বলেন,এ সংগঠনের সদস্য সংখ্যা বৃদ্ধির পাশাপাশি নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করা হবে ইনশাল্লাহ।তাঁরা আরো বলেন,৯৪ সালে মাষ্টারস পাস করে যারা সামাজিক ভাবে পিছিয়ে রয়েছে তাদের ও তাদের পরিবারকে বিভিন্ন ভাবে সহায়তা করা হবে।বিভিন্ন জেলা থেকে এ অনুষ্ঠানে যোগদান করে অনুষ্ঠানটি সাফল্য মন্ডিত করায় সংগঠনের নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।