ধোবাউড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে নবাগত শিক্ষকদের বরণ

image

You must need to login..!

Description

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-
ময়মনসিংহের ধোবাউড়ায় প্রfথমিক শিক্ষা অধিদপ্তরাধীন রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ/২০২০ এর উপজেলায় নবাগত শিক্ষকমণ্ডলীর বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রথমিক শিক্ষক সমিতির আয়োজনে সমিতির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলায় নবাগত ৮০জন শিক্ষককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উপহার সামগ্রী দিয়ে বরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি এবং শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডেভিড রানা চিসিম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য জালাল উদ্দিন সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা খতুন, বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন, বীর মুক্তিযোদ্ধা জিন্নত আলী বিশ্বাস, উপজেলা শিক্ষা অফিসার জহির উদ্দিন, সহকারী শিক্ষা অফিসার ওমর ফারুক, গামারীতলা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, পোড়াকান্দুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম তালুকদার বকুল, উপজেলা প্রথামিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি সুলতান আহমেদ প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা প্রাথমিক শিক্ষা ব্যবস্থার গুণগত মানোন্নয়নের প্রতি নজর দেওয়ার জন্য শিক্ষকদের আহ্বান জানান।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার